
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বিজয়ী প্রার্থীদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর এবং এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা।শুক্রবার (১৭ অক্টোবর) রাতের সময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তারা এই শুভেচ্ছা প্রকাশ করেন।
ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর তার পোস্টে লিখেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। নির্বাচনে বিজয়ী সকল প্রার্থীকে জানাই অভিনন্দন ও শুভকামনা। আমরা বিশ্বাস করি, মতভেদের মধ্যেও আমাদের লক্ষ্য এক একটি নিরাপদ, সৌহার্দ্যময় ও শিক্ষার্থীবান্ধব আধুনিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলা।
তিনি আরও যোগ করেন, রাকসু নির্বাচনে আমাদের প্রতি প্রদর্শিত ভালোবাসা, সমর্থন ও সহযোগিতার জন্য ধন্যবাদ। ভোট দিয়েছেন কিংবা দেননি সবাইকে আমরা কৃতজ্ঞ। অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। এই নির্বাচন ছিল পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের প্রতীক।
রাকসু নির্বাচনের ফলাফল অনুযায়ী, ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের মোস্তাকুর রহমান জাহিদ ১২,৬৮৭ ভোট পেয়ে ভিপি পদে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর পেয়েছেন ৩,৩৯৭ ভোট।
এজিএস পদে বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত প্রার্থী এস এম সালমান সাব্বির, যিনি পেয়েছেন ৬,৯৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল মনোনীত এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৫,৯৪১ ভোট।
জাহিন বিশ্বাস এষা তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে নবনির্বাচিত রাকসু প্রতিনিধিদের অভিনন্দন জানিয়ে লিখেছেন, শিক্ষার্থীদের রায়ই সর্বোচ্চ। এত ভালোবাসা পাওয়া অকল্পনীয়। আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। ভালোবাসার দায়বদ্ধতা থেকে আমি ছিলাম, আছি এবং থাকব। আমার জন্য দোয়া করবেন। অভিনন্দন নবনির্বাচিত সকল রাকসু প্রতিনিধিদের।