
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন এলাকা থেকে ২ হাজার ৮১০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত যুবকের নাম মোহাম্মদ জিয়া (৩৬)। তিনি রাঙ্গুনিয়া উপজেলার পোমারা ইউনিয়নের ছাইনিয়াপাড়া এলাকার মৃত মোহাম্মদের ছেলে। বর্তমানে তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার হলুদিয়াপালং ইউনিয়নের বড়বিল এলাকায় বসবাস করছেন।
শুক্রবার (১৭ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে চাক্তাইয়ের নতুন ফিশারি ঘাটসংলগ্ন ব্রিজের ওপর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
চাক্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারাক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদ জিয়াকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২ হাজার ৮১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।