ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

ধামরাইয়ে সেপটিক ট্যাংকের পড়ে প্রাণ গেল দুই শিশুর

ছবি : সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে খোলা সেপটিক ট্যাংকে পড়ে রাহিম (৫) ও ইয়াসিন (সাড়ে ৩ বছর) নামের দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামাতো-ফুপাতো ভাই। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে ধামরাই পৌর এলাকার ছোট চন্দ্রাইল মহল্লার একটি ভবনের পাশে খোলা সেপটিক ট্যাংক থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, ইয়াসিনের পরিবার ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করে। আর রাহিম মায়ের সঙ্গে মামার বাড়িতে বেড়াতে এসেছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে খাবার খেয়ে খেলতে বের হয় দুজন। কিন্তু সন্ধ্যা পেরিয়েও তারা ঘরে না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে একটি পরিত্যক্ত খোলা সেপটিক ট্যাংকের ভেতরে তাদের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে সেখান থেকে উদ্ধার করা হয় শিশু দুটির নিথর দেহ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলতে খেলতে অসাবধানতাবশত তারা সেপটিক ট্যাংকে পড়ে যায়। পাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে, তারা আশপাশেই ছিল।

ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছেন ইয়াসিনের মা। তিনি বলেন,প্রতিদিন বিকেলে সে ঘুমায়। আজ ভাত খেয়ে খেলতে গিয়ে আর ফেরেনি। এমন ঘুমে সে গেল, আর জাগছে না।
রাহিমের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, মামার বাড়ি বেড়াতে এসেছিল ছেলেটা। আজ রাতে বাড়ি ফেরার কথা ছিল। কে জানত, সে যে চলে যাবে না-ফেরার দেশে

ঘটনার খবর পেয়ে ধামরাই থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে যায়। সেখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানান, প্রয়োজনে তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যু

ধামরাইয়ে সেপটিক ট্যাংকের পড়ে প্রাণ গেল দুই শিশুর

আপডেট সময় : ০১:৫৭:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

ঢাকার ধামরাইয়ে খোলা সেপটিক ট্যাংকে পড়ে রাহিম (৫) ও ইয়াসিন (সাড়ে ৩ বছর) নামের দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামাতো-ফুপাতো ভাই। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে ধামরাই পৌর এলাকার ছোট চন্দ্রাইল মহল্লার একটি ভবনের পাশে খোলা সেপটিক ট্যাংক থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, ইয়াসিনের পরিবার ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করে। আর রাহিম মায়ের সঙ্গে মামার বাড়িতে বেড়াতে এসেছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে খাবার খেয়ে খেলতে বের হয় দুজন। কিন্তু সন্ধ্যা পেরিয়েও তারা ঘরে না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে একটি পরিত্যক্ত খোলা সেপটিক ট্যাংকের ভেতরে তাদের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে সেখান থেকে উদ্ধার করা হয় শিশু দুটির নিথর দেহ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলতে খেলতে অসাবধানতাবশত তারা সেপটিক ট্যাংকে পড়ে যায়। পাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে, তারা আশপাশেই ছিল।

ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছেন ইয়াসিনের মা। তিনি বলেন,প্রতিদিন বিকেলে সে ঘুমায়। আজ ভাত খেয়ে খেলতে গিয়ে আর ফেরেনি। এমন ঘুমে সে গেল, আর জাগছে না।
রাহিমের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, মামার বাড়ি বেড়াতে এসেছিল ছেলেটা। আজ রাতে বাড়ি ফেরার কথা ছিল। কে জানত, সে যে চলে যাবে না-ফেরার দেশে

ঘটনার খবর পেয়ে ধামরাই থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে যায়। সেখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানান, প্রয়োজনে তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।