ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

শাহজালাল বিমানবন্দরে কার্গো সেকশনে অগ্নিকাণ্ড, ফ্লাইট চলাচলে স্থগিত

ছবি : সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার পর এ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে, এবং আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে।

এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণে সাময়িকভাবে ফ্লাইট চলাচল স্থগিত রাখা হয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বিকেল আড়াইটার দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন কার্গো সেকশনে আগুন লাগে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের অন্তত পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানায়, আগুন লাগার সঙ্গে সঙ্গে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট ছাড়াও বাংলাদেশ বিমানবাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা যৌথভাবে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

অগ্নিকাণ্ডের উৎস, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ফ্লাইট চলাচল কবে থেকে স্বাভাবিক হবে সে বিষয়ে বিস্তারিত এখনও জানা যায়নি। উদ্ধার কার্যক্রম শেষ হলে পুরো তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

শাহজালাল বিমানবন্দরে কার্গো সেকশনে অগ্নিকাণ্ড, ফ্লাইট চলাচলে স্থগিত

আপডেট সময় : ০৩:৪৮:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার পর এ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে, এবং আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে।

এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণে সাময়িকভাবে ফ্লাইট চলাচল স্থগিত রাখা হয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বিকেল আড়াইটার দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন কার্গো সেকশনে আগুন লাগে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের অন্তত পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানায়, আগুন লাগার সঙ্গে সঙ্গে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট ছাড়াও বাংলাদেশ বিমানবাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা যৌথভাবে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

অগ্নিকাণ্ডের উৎস, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ফ্লাইট চলাচল কবে থেকে স্বাভাবিক হবে সে বিষয়ে বিস্তারিত এখনও জানা যায়নি। উদ্ধার কার্যক্রম শেষ হলে পুরো তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।