ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

ফরিদপুরে কাদিরদী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭টি দোকান পুড়ে ছাই

ছবি : সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কাদিরদী বাজারের মাছ বাজারসংলগ্ন বাচ্চু মোল্যার মার্কেটে নাসির দর্জির দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে।

ভয়াবহ এই আগুনে বাচ্চু মোল্যা ও আজিজ মোল্যার মার্কেটসহ চারটি মার্কেটের বিভিন্ন দোকান যেমন মনোহরী, ওষুধ, টেইলার্স, বীজ ভান্ডার, জুতার দোকান ও রেস্টুরেন্ট পুরোপুরি পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে বোয়ালমারী ও মধুখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং স্থানীয় জনগণ প্রায় দেড় ঘণ্টা ধরে যৌথভাবে চেষ্টা চালায়।

স্থানীয় বাসিন্দা মনির হোসেন জানান, রাতের বেলায় দোকানপাট বন্ধ থাকায় বাজারে তেমন লোকজন ছিল না। হঠাৎ আগুনের খবর পেয়ে দৌঁড়ে গিয়ে দেখি কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়েছে। আমার নিজেরও কয়েকটি দোকান আছে পাশে, তবে আল্লাহর রহমতে আমার দোকানগুলো অক্ষত রয়েছে।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য বুলবুল হোসেন বলেন, আগুনের সূত্রপাত নাসির দর্জির দোকান থেকে হয়েছে বলে মনে করা হচ্ছে। এতে অন্তত ১৭টি দোকান পুড়ে গেছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি হতে পারে।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছান। তাদের আগমনের আগেই আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। এরপরও ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের বিপর্যয় কিছুটা হলেও রোধ করা গেছে।

বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার খালেক শেখ বলেন, খবর পাওয়ার পর আমরা দ্রুত রওনা দেই। আমাদের আগেই মধুখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছিল। পরে দুই ইউনিট একযোগে স্থানীয়দের সহায়তায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস এখনও ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিমাণ নিরূপণের কাজ করছে। তবে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে পড়েছেন বলে জানান স্থানীয়রা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যু

ফরিদপুরে কাদিরদী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭টি দোকান পুড়ে ছাই

আপডেট সময় : ১২:০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কাদিরদী বাজারের মাছ বাজারসংলগ্ন বাচ্চু মোল্যার মার্কেটে নাসির দর্জির দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে।

ভয়াবহ এই আগুনে বাচ্চু মোল্যা ও আজিজ মোল্যার মার্কেটসহ চারটি মার্কেটের বিভিন্ন দোকান যেমন মনোহরী, ওষুধ, টেইলার্স, বীজ ভান্ডার, জুতার দোকান ও রেস্টুরেন্ট পুরোপুরি পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে বোয়ালমারী ও মধুখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং স্থানীয় জনগণ প্রায় দেড় ঘণ্টা ধরে যৌথভাবে চেষ্টা চালায়।

স্থানীয় বাসিন্দা মনির হোসেন জানান, রাতের বেলায় দোকানপাট বন্ধ থাকায় বাজারে তেমন লোকজন ছিল না। হঠাৎ আগুনের খবর পেয়ে দৌঁড়ে গিয়ে দেখি কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়েছে। আমার নিজেরও কয়েকটি দোকান আছে পাশে, তবে আল্লাহর রহমতে আমার দোকানগুলো অক্ষত রয়েছে।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য বুলবুল হোসেন বলেন, আগুনের সূত্রপাত নাসির দর্জির দোকান থেকে হয়েছে বলে মনে করা হচ্ছে। এতে অন্তত ১৭টি দোকান পুড়ে গেছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি হতে পারে।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছান। তাদের আগমনের আগেই আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। এরপরও ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের বিপর্যয় কিছুটা হলেও রোধ করা গেছে।

বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার খালেক শেখ বলেন, খবর পাওয়ার পর আমরা দ্রুত রওনা দেই। আমাদের আগেই মধুখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছিল। পরে দুই ইউনিট একযোগে স্থানীয়দের সহায়তায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস এখনও ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিমাণ নিরূপণের কাজ করছে। তবে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে পড়েছেন বলে জানান স্থানীয়রা।