ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

ফার্মগেট নিরাপদ ও দখলমুক্ত সড়কের দাবিতে বিক্ষোভ

ছবি: সংগৃহীত

রাজধানীর ফার্মগেট মোড়ে নিরাপদ ও দখলমুক্ত সড়কের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রোববার (১৯ অক্টোবর) দুপুরে সরকারি বিজ্ঞান কলেজ ও সরকারি সায়েন্স হাইস্কুলের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন।

বিক্ষোভ ও মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা জানান, স্কুল ও কলেজের সামনে সারিবদ্ধ অটোরিকশার কারণে প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে প্রায় দুই হাজার শিক্ষার্থীকে চরম দুর্ভোগ পোহাতে হয় রাস্তায় পারাপারে।

তারা অভিযোগ করেন, ফাঁকা রাস্তায় অটোরিকশাগুলো ৪০-৫০ কিলোমিটার গতিতে চলে, কিন্তু এসব যানবাহনের ব্রেকিং ব্যবস্থা দুর্বল হওয়ায় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। অনেক সময় রিকশা শিক্ষার্থীদের গায়ের ওপর উঠে যাওয়ার ঘটনাও ঘটে। ফলে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয় শিক্ষার্থীদের।

আন্দোলনরত শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি তুলে ধরেন: শিক্ষাপ্রতিষ্ঠানের সামনের সড়কে দ্রুত স্পিড ব্রেকার স্থাপন। পর্যাপ্ত ল্যাম্প পোস্ট স্থাপন। লেন ডিভাইডার ও ট্রাফিক আইল্যান্ড তৈরি। ফুটপাত থেকে সব অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা ও পার্কিং উচ্ছেদ। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নিয়মিত ট্রাফিক তদারকি।

শিক্ষার্থীরা জানান, এসব দাবি দ্রুত বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যু

ফার্মগেট নিরাপদ ও দখলমুক্ত সড়কের দাবিতে বিক্ষোভ

আপডেট সময় : ০২:২৯:০৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

রাজধানীর ফার্মগেট মোড়ে নিরাপদ ও দখলমুক্ত সড়কের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রোববার (১৯ অক্টোবর) দুপুরে সরকারি বিজ্ঞান কলেজ ও সরকারি সায়েন্স হাইস্কুলের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন।

বিক্ষোভ ও মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা জানান, স্কুল ও কলেজের সামনে সারিবদ্ধ অটোরিকশার কারণে প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে প্রায় দুই হাজার শিক্ষার্থীকে চরম দুর্ভোগ পোহাতে হয় রাস্তায় পারাপারে।

তারা অভিযোগ করেন, ফাঁকা রাস্তায় অটোরিকশাগুলো ৪০-৫০ কিলোমিটার গতিতে চলে, কিন্তু এসব যানবাহনের ব্রেকিং ব্যবস্থা দুর্বল হওয়ায় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। অনেক সময় রিকশা শিক্ষার্থীদের গায়ের ওপর উঠে যাওয়ার ঘটনাও ঘটে। ফলে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয় শিক্ষার্থীদের।

আন্দোলনরত শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি তুলে ধরেন: শিক্ষাপ্রতিষ্ঠানের সামনের সড়কে দ্রুত স্পিড ব্রেকার স্থাপন। পর্যাপ্ত ল্যাম্প পোস্ট স্থাপন। লেন ডিভাইডার ও ট্রাফিক আইল্যান্ড তৈরি। ফুটপাত থেকে সব অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা ও পার্কিং উচ্ছেদ। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নিয়মিত ট্রাফিক তদারকি।

শিক্ষার্থীরা জানান, এসব দাবি দ্রুত বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।