ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

অভিযানের আড়ালে শহীদ তানভীর সিদ্দিকীর পরিবারের ঘরবাড়িতে হামলার অভিযোগ

ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের বহদ্দারহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া তানভীর সিদ্দিকীর পরিবারের বাড়িতে অভিযানের নামে বারবার ভাঙচুর, লুটপাট ও হয়রানির অভিযোগ উঠেছে। রবিবার বিকেলে কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়ায় ‘বীর নিবাস’ নামের ওই বাড়ির সামনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন শহীদ তানভীরের পরিবারের সদস্যরা।

তারা জানান, বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা শহীদ তানভীরের স্মরণে তার পরিবারকে ওই বাড়িটি উপহার দেন। কিন্তু কোস্টগার্ডের বিতর্কিত অভিযানের ফলে বাড়িটি এখন প্রায় পরিত্যক্ত। পরিবারের দাবি, অভিযানে স্থানীয় কিছু অস্ত্রধারী ও মামলার পলাতক আসামিকে সোর্স হিসেবে ব্যবহার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ছাত্রদলের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, যুবদল নেতা নাজমুল হোসাইন ছিদ্দিকী, বিএনপি নেত্রী জেসমিন আক্তার মুন্নি বক্তব্য রাখেন। এছাড়াও বিশিষ্ট লবণ ব্যবসায়ী বদিউল আলম, সরওয়ারসহ এলাকার বহু নারী-পুরুষ সেখানে উপস্থিত ছিলেন।

বক্তারা অভিযোগ করেন, ১৮ অক্টোবর কোস্টগার্ডের সাম্প্রতিক অভিযানে তানভীর সিদ্দিকীর পরিবারের সাতজন সদস্যকে গ্রেপ্তার দেখানো হয়েছে, যাদের অধিকাংশই বিএনপি ও জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। এ ছাড়া খউস্বর গোষ্ঠীর ঘরবাড়ি থেকে দুই বস্তা আগ্নেয়াস্ত্র উদ্ধারের নাটক সাজানো হয়েছে বলে অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, আওয়ামী লীগপন্থি স্থানীয় নেতা তারেক বিন উসমান শরীফের অনুসারীরা বারবার কোস্টগার্ডকে ব্যবহার করে খউস্বর গোষ্ঠীর সদস্যদের বাড়িতে অভিযান চালাচ্ছেন। গত বছরও একই ধরনের অভিযানে বাড়িঘর ভাঙচুর ও পরিবারগুলোর সদস্যদের এলাকা ছাড়া হতে হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি তোফায়েল হত্যার মামলার পলাতক আসামি ডাকাত আবু বক্কর ‘সোর্স’ পরিচয়ে অভিযানে অংশ নিতে গিয়ে মহেশখালী থানা পুলিশের হাতে ধরা পড়েছে। এ ঘটনাও কোস্টগার্ডের অভিযানের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে।

স্থানীয়রা বলছেন, খউস্বর গোষ্ঠীর ওপর এ ধরনের টার্গেটেড অভিযান পুরো এলাকার নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যু

অভিযানের আড়ালে শহীদ তানভীর সিদ্দিকীর পরিবারের ঘরবাড়িতে হামলার অভিযোগ

আপডেট সময় : ১২:৪৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

চট্টগ্রামের বহদ্দারহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া তানভীর সিদ্দিকীর পরিবারের বাড়িতে অভিযানের নামে বারবার ভাঙচুর, লুটপাট ও হয়রানির অভিযোগ উঠেছে। রবিবার বিকেলে কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়ায় ‘বীর নিবাস’ নামের ওই বাড়ির সামনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন শহীদ তানভীরের পরিবারের সদস্যরা।

তারা জানান, বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা শহীদ তানভীরের স্মরণে তার পরিবারকে ওই বাড়িটি উপহার দেন। কিন্তু কোস্টগার্ডের বিতর্কিত অভিযানের ফলে বাড়িটি এখন প্রায় পরিত্যক্ত। পরিবারের দাবি, অভিযানে স্থানীয় কিছু অস্ত্রধারী ও মামলার পলাতক আসামিকে সোর্স হিসেবে ব্যবহার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ছাত্রদলের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, যুবদল নেতা নাজমুল হোসাইন ছিদ্দিকী, বিএনপি নেত্রী জেসমিন আক্তার মুন্নি বক্তব্য রাখেন। এছাড়াও বিশিষ্ট লবণ ব্যবসায়ী বদিউল আলম, সরওয়ারসহ এলাকার বহু নারী-পুরুষ সেখানে উপস্থিত ছিলেন।

বক্তারা অভিযোগ করেন, ১৮ অক্টোবর কোস্টগার্ডের সাম্প্রতিক অভিযানে তানভীর সিদ্দিকীর পরিবারের সাতজন সদস্যকে গ্রেপ্তার দেখানো হয়েছে, যাদের অধিকাংশই বিএনপি ও জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। এ ছাড়া খউস্বর গোষ্ঠীর ঘরবাড়ি থেকে দুই বস্তা আগ্নেয়াস্ত্র উদ্ধারের নাটক সাজানো হয়েছে বলে অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, আওয়ামী লীগপন্থি স্থানীয় নেতা তারেক বিন উসমান শরীফের অনুসারীরা বারবার কোস্টগার্ডকে ব্যবহার করে খউস্বর গোষ্ঠীর সদস্যদের বাড়িতে অভিযান চালাচ্ছেন। গত বছরও একই ধরনের অভিযানে বাড়িঘর ভাঙচুর ও পরিবারগুলোর সদস্যদের এলাকা ছাড়া হতে হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি তোফায়েল হত্যার মামলার পলাতক আসামি ডাকাত আবু বক্কর ‘সোর্স’ পরিচয়ে অভিযানে অংশ নিতে গিয়ে মহেশখালী থানা পুলিশের হাতে ধরা পড়েছে। এ ঘটনাও কোস্টগার্ডের অভিযানের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে।

স্থানীয়রা বলছেন, খউস্বর গোষ্ঠীর ওপর এ ধরনের টার্গেটেড অভিযান পুরো এলাকার নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত করছে।