
বাজারে উঠতে শুরু করেছে আগাম শীতকালীন শাকসবজি। দাম এখনো তুলনামূলক বেশি হলেও এর প্রভাবে অন্যান্য সবজির দাম কিছুটা কমতে শুরু করেছে। ব্যবসায়ীদের প্রত্যাশা, আরও এক-দু’সপ্তাহের মধ্যে সবজির বাজারে স্বস্তি ফিরবে।
শুক্রবার (২৪ অক্টোবর) বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশির ভাগ সবজি ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কোনো কোনো সবজির দাম এর চেয়েও বেশি।
বিক্রেতারা জানান, গত দুই মাস ধরে সবজির দাম ঊর্ধ্বমুখী। শীতের সবজির সরবরাহ বাড়লে দাম ধীরে ধীরে কমে আসবে বলে তারা আশা করছেন।
বর্তমানে বাজারে দাম বেশি থাকা পণ্যের মধ্যে রয়েছে: কাঁচামরিচ প্রতি কেজি ১৬০ টাকা, টমেটো ১২০ টাকা, গাজর ও শিম ১০০ টাকা, করলা, বরবটি ও বেগুন (গোল) ৮০ টাকা, ঢ্যাঁড়শ ও ঝিঙে ৬০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, ধন্দুল ৫০ টাকা, লাউ প্রতি পিস ৫০ টাকা।
এ ছাড়া পেঁয়াজের কেজি ৭৫–৮০ টাকা, পটোল ৬০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি (ছোট) প্রতি পিস ৫০ টাকা, মিষ্টিকুমড়া ও কচু ৫০ টাকা, পেঁপে ৩০ টাকা, কাঁচা কলা (হালি) ৩০ টাকা এবং আলু ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
ডিমের দামও কিছুটা কমেছে প্রতি ডজন লাল ডিম ১৩০ টাকা, সাদা ডিম ১২০ টাকা।
এদিকে, ইলিশের ওপর নিষেধাজ্ঞা থাকায় বাজারে নেই এই মাছ। তবে চাষের রুই ও কাতলার দাম স্থিতিশীল থাকলেও টেংরা, পাবদা ও অন্যান্য দেশি মাছ বাড়তি দামে বিক্রি হচ্ছে।
মুরগির বাজারেও তেমন পরিবর্তন নেই প্রতি কেজি ব্রয়লার ১৭০ টাকা, সোনালি মুরগি ২৮০–৩০০ টাকা, লাল লেয়ার ৩২০ টাকা এবং দেশি মুরগি ৫৫০–৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এছাড়া গরুর মাংসের কেজি ৭৬০–৮০০ টাকা, খাসির মাংস ১,২০০ টাকা এবং ছাগলের মাংস ১,১০০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে আসা ক্রেতারা বলছেন, একসঙ্গে সব কিছুর দাম বেশি থাকায় মাসের খরচ সামলানো কঠিন হয়ে পড়েছে। বিক্রেতারা অবশ্য আশাবাদী আগামী সপ্তাহ থেকেই সবজির দাম কিছুটা কমবে।
ডেস্ক নিউজ/নিউজ টুডে 

























