
ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি চেয়ে মঙ্গলবার (২৮ অক্টোবর) ধর্মঘটে নেমেছেন সিলেট রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সদস্যরা। ১১ দফা দাবিতে আম্বরখানা থেকে মিছিল শুরু করে তারা সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশ করেন। সমাবেশ শেষে চালকরা নগরীর চৌহাট্টা পয়েন্ট ও কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রায় পাঁচ ঘণ্টা সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন। এর ফলে পুরো মহানগরীতে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং নগরবাসী চরম ভোগান্তির শিকার হন।
সমাবেশে বক্তারা বলেন, ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্ত ‘অন্যায় ও অমানবিক’। তারা এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান এবং তা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। বক্তারা আরও উল্লেখ করেন যে, এই বাহন পরিবেশবান্ধব এবং প্রায় ৩০ হাজার শ্রমজীবী পরিবারের জীবিকার প্রধান অবলম্বন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং জানান, কেউ বাড়াবাড়ি করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত সেপ্টেম্বরের শেষ দিক থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের উদ্যোগে নগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে অভিযান শুরু হয়। এই অভিযানে বহু রিকশা জব্দ এবং একাধিক চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল।
ডেক্স নিউজ/নিউজ টুডে 

























