ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

সালমান শাহ হত্যা মামলার আসামিদের পালানো রুখতে হিলি সীমান্তে বাড়তি সতর্কতা

ছবি: সংগৃহীত

নাজপুরের হিলি স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে জারি করা হয়েছে বাড়তি সতর্কতা। প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিরা যেন সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যেতে না পারে, সে উদ্দেশ্যে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, রোববার (২৬ অক্টোবর) সকাল থেকে চেকপোস্টে অতিরিক্ত নজরদারি শুরু হয়। বর্তমানে হিলি সীমান্ত দিয়ে যাতায়াতকারী প্রত্যেক পাসপোর্টধারীর পরিচয় যাচাইয়ের পরই তাদের গমনের অনুমতি দেওয়া হচ্ছে।

ওসি আরিফুল ইসলাম বলেন, “চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিরা যাতে হিলি চেকপোস্ট দিয়ে দেশত্যাগ করতে না পারে, সেজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। যাদের নামে স্টপলিস্ট জারি হয়েছে, তারা যেন কোনোভাবেই পালাতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি চলছে।”

প্রসঙ্গত, সালমান শাহর মৃত্যুর প্রায় ২৯ বছর পর সম্প্রতি আদালত তার সাবেক স্ত্রীসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা পরিচালনার নির্দেশ দিয়েছেন। এরপর রমনা থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় ১১ জনকে এজাহারভুক্ত ও আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আসামিরা দেশত্যাগ করতে না পারে তা নিশ্চিত করতে তাদের নাম ও তথ্য ইতোমধ্যেই ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

সালমান শাহ হত্যা মামলার আসামিদের পালানো রুখতে হিলি সীমান্তে বাড়তি সতর্কতা

আপডেট সময় : ০২:২৩:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

নাজপুরের হিলি স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে জারি করা হয়েছে বাড়তি সতর্কতা। প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিরা যেন সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যেতে না পারে, সে উদ্দেশ্যে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, রোববার (২৬ অক্টোবর) সকাল থেকে চেকপোস্টে অতিরিক্ত নজরদারি শুরু হয়। বর্তমানে হিলি সীমান্ত দিয়ে যাতায়াতকারী প্রত্যেক পাসপোর্টধারীর পরিচয় যাচাইয়ের পরই তাদের গমনের অনুমতি দেওয়া হচ্ছে।

ওসি আরিফুল ইসলাম বলেন, “চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিরা যাতে হিলি চেকপোস্ট দিয়ে দেশত্যাগ করতে না পারে, সেজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। যাদের নামে স্টপলিস্ট জারি হয়েছে, তারা যেন কোনোভাবেই পালাতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি চলছে।”

প্রসঙ্গত, সালমান শাহর মৃত্যুর প্রায় ২৯ বছর পর সম্প্রতি আদালত তার সাবেক স্ত্রীসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা পরিচালনার নির্দেশ দিয়েছেন। এরপর রমনা থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় ১১ জনকে এজাহারভুক্ত ও আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আসামিরা দেশত্যাগ করতে না পারে তা নিশ্চিত করতে তাদের নাম ও তথ্য ইতোমধ্যেই ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে পুলিশ।