
রাজশাহীর মতিহার এলাকায় আমবাগান থেকে মাসুদা পারভিন ইভা (১৭) নামের এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী মো. দুর্জয় পলাতক রয়েছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে নগরের মৌলভী বুধপাড়া এলাকার একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইভার বাড়ি নগরীর মেহেরচণ্ডী এলাকায়। তার স্বামী দুর্জয় রাজশাহীর দুর্গাপুর উপজেলার কানপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, স্বামী-স্ত্রী রাজশাহী নগরের দায়রাপাক এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ইভা তিন দিন ধরে নিখোঁজ ছিলেন বলে তার পরিবার জানিয়েছে। মঙ্গলবার বিকেলে স্থানীয়রা তীব্র দুর্গন্ধ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত মরদেহটি দেখতে পান এবং পুলিশে খবর দেন।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। বিকেল সাড়ে ৩টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার পর থেকে স্বামী দুর্জয় নিখোঁজ। হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ডেক্স নিউজ/নিউজ টুডে 



























