
নোয়াখালীর বেগমগঞ্জে সাহিত্য নিকেতন ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা কাজিরহাট শহীদ আমান উল্যাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, বৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষক এবং হক বেকারীর ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ বেকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল হক রেজু।
আরও উপস্থিত ছিলেন, পরীক্ষা কমিটির সভাপতি খোরশেদ আলম, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বিএসসি। বৃত্তি পরীক্ষার উপদেষ্টা কাত্তির্ক লাল ভৌমিক, আবু নাসের দুলাল, ফজলুল হক কিরন, মো মোজাম্মেল হোসেন ভুঁইয়া, ফজলুল হক বিপ্লব, আবদুল মালেক। বেগমগঞ্জ, সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলার ৫৭ টি বিদ্যলয়ের ৩য় থেকে ১০ম শ্রেনী পর্যন্ত প্রায় সতেরশ ছাত্র-ছাত্রী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করে। নিরপেক্ষভাবে উত্তরপত্র যাচাই-বাছাই করে প্রতিটি শ্রেনী থেকে ১৫ জন করে বৃত্তি প্রদান করা হবে।
বৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষক রেজাউল হক রেজু বলেন, প্রত্যন্ত গ্রামের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে শহরের শিক্ষার্থীদের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার জন্য তাদের এ প্রয়াস। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে তারা দীর্ঘ প্রায় ৩০ বছর যাবত গরীব মেধাবী শিক্ষার্থীদের এ বৃত্তি দিয়ে আসছেন। এ বছর সাহিত্য নিকেতন ফাউন্ডেশন এর পক্ষ থেকে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হবে।
সাইফুল ইসলাম/নোয়াখালী, প্রতিনি/নিউজ টুডে 


























