
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে চিকিৎসাধীন দশ মাস বয়সী মাবিয়া মারা যান। রামেক হাসপাতাল থেকে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মাবিয়া রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসিন্দা। ৮ নভেম্বর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তাকে রামেকের ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন সন্ধ্যা ৭টায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশুটির কোনো ট্রাভেল হিস্ট্রি ছিল না।
বর্তমানে হাসপাতালে ৭ শিশুসহ মোট ৪৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ২৮ জন পুরুষ ও ১৩ জন নারী। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৭ জন রোগী ভর্তি হয়েছেন।
রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস জানান, চলতি মৌসুমে এখন পর্যন্ত হাসপাতাল ভর্তি হয়েছেন ১ হাজার ৩৪৯ জন রোগী, এদের মধ্যে ১ হাজার ৩২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ মৌসুমে ১৫ জন রোগী ডেঙ্গুতে মারা গেছেন।
ডেক্স নিউজ/নিউজ টুডে 



























