
চাকরিতে পুনর্বহালসহ দুই দফা দাবিতে বরিশাল–ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন অপসো স্যালাইন ফার্মার ছাঁটাই হওয়া শ্রমিকরা।
শনিবার (১৫ নভেম্বর) দুপুর ১২টা থেকে বরিশাল নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় তারা মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দুই প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
শ্রমিকদের এই আন্দোলনে সংহতি জানিয়ে যোগ দেন বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন, বাসদ জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তীসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।
শ্রমিকরা জানান, তারা দীর্ঘদিন ধরে ও এস এল ফার্মা লিমিটেডে পরিশ্রম করে আসছেন। শুরুতে দৈনিক বেসিক রুলে ২২০ টাকা হাজিরায় কাজ করলেও পরে তাদের মাস্টাররোলে নেওয়া হয়। কিন্তু মাত্র এক বছরের মাথায় কোনো নোটিশ ছাড়া ৫৭০ শ্রমিককে চাকরি থেকে ছাঁটাই করা হয়, যা তাদের জীবনে চরম সংকট তৈরি করেছে।
ছাঁটাই শ্রমিকদের অভিযোগ, সিদ্ধান্তটি পূর্বপরিকল্পিত ও শ্রমিকবিরোধী। তাদের দাবি তাদের সরিয়ে দিয়ে কোম্পানি ১২০০ নতুন শ্রমিক নিয়োগের প্রস্তুতি নিচ্ছে, যা স্পষ্টভাবেই অন্যায়।
আন্দোলনকারী শ্রমিক মিজানুর রহমান জানান, টানা ১৭ দিন ধরে তারা আন্দোলন করছেন। জেলা প্রশাসন ও শ্রম অধিদপ্তরের উদ্যোগে বৈঠক হলেও অপসোনিন ফার্মা কর্তৃপক্ষ কোনো দাবি মেনে নেয়নি। তিনি বলেন, চাকরিচ্যুত হওয়ার ঠিক এক মাস আগে তাদের অপসো স্যালাইন ফার্মায় একটি শ্রমিক ইউনিয়ন অনুমোদিত হয়—এ কারণে তাদের ছাঁটাই করা হয়েছে বলে তাদের অভিযোগ। পুনর্বহাল না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
বাসদ নেত্রী ডা. মনীষা চক্রবর্তী বলেন, কোনো যৌক্তিক কারণ ছাড়াই ৫৭০ শ্রমিককে একযোগে ছাঁটাই করা হয়েছে। দীর্ঘ আন্দোলনের পরও তাদের পুনর্বহাল বা ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়নি। শ্রমিকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও তিনি জানান।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, পুনর্বহালের দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করায় যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মাঠে রয়েছে।
ডেক্স নিউজ/নিউজ টুডে 



























