
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৯।
সোমবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত দেশে ১,০৭৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৫৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯১ জন, বরিশাল বিভাগে ১৫০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪২ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৫ জন, ময়মনসিংহে ৬১ জন, রাজশাহীতে ৪১ জন, খুলনায় ২৫ জন, রংপুরে ৫ জন এবং সিলেটে ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (১৬০ জন)। এ বছরের জানানো সংখ্যায় মোট ৮৬,০৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডেক্স নিউজ/নিউজ টুডে 



























