
মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের কাজি কান্দি গ্রামে বেওয়ারিশ কুকুরের আক্রমণে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) সকালে ছয়জন ও দুপুর ১টার দিকে আরও ছয়জনকে কামড় দেয় কুকুরগুলো। আহত সবাইকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শায়লা পারভীন বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতদের মধ্যে রয়েছেন শাহানা বেগম (৫০), মজিদ কাজী (৭০), নুসরাত (৭) এবং আরও ৯ জন স্থানীয় বাসিন্দা।
নুসরাতের দাদা জানান, “নাতনি বাড়ির সামনে খেলছিল। হঠাৎ কয়েকটি কুকুর এসে তার শরীরের বিভিন্ন অংশে কামড় দেয়।”
মজিদ কাজী বলেন, “কাজে যাওয়ার জন্য রাস্তায় বের হলে কয়েকটি কুকুর আমাকে ঘিরে ধরে কামড়ায়।”
শাহানা বেগম জানান, “রান্নাঘরে যাওয়ার সময় বাড়ির উঠানে কুকুরগুলো আমাকে আক্রমণ করে এবং দুই পায়ে কামড় দেয়।”
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি ডাক্তার শায়লা পারভীন বলেন, “সরকারিভাবে এখানে র্যাবিস ভ্যাকসিন নেই, বাইরে থেকে সংগ্রহ করতে হয়। যদি হাসপাতালে সরাসরি ভ্যাকসিনের ব্যবস্থা থাকত, রোগীরা আরও দ্রুত ও সহজে চিকিৎসা পেত।”
ডেক্স নিউজ/নিউজ টুডে 



























