ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২

ভাটা চালুর দাবিতে সাভারে শ্রমিক ও মালিকদের সড়ক অবরোধ

সাভারে ইটভাটার কার্যক্রম পুনঃচালুর দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন ভাটা মালিক ও শ্রমিকরা। বুধবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে ভাঙা ব্রিজ এলাকায় শতাধিক শ্রমিক ও মালিক সড়কে নেমে এই বিক্ষোভ দেখান।

অবরোধের কারণে উভয় লেনে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক, ব্যক্তিগত গাড়ি ও জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্স আটকা পড়ে।

শ্রমিকরা অভিযোগ করেছেন, সরকারের নির্দেশে এ বছর সাভারের ইটভাটার কার্যক্রম বন্ধ থাকায় মালিকদের কোটি কোটি টাকার লোকসান হচ্ছে। পাশাপাশি হাজারো শ্রমিক পরিবার জীবনযাপন করতে কঠিন পরিস্থিতির মুখোমুখি। তারা জানিয়েছেন, ভাটা চালু না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সালেহ আহমেদ জানান, ‘ইটভাটা সচল করার দাবিতে ভাটা মালিক ও শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। আমরা যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।’

পুলিশের সঙ্গে আলোচনার পর অবরোধকারীরা সাড়ে ১২টার দিকে সড়ক অবরোধ তুলে নেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

ভাটা চালুর দাবিতে সাভারে শ্রমিক ও মালিকদের সড়ক অবরোধ

আপডেট সময় : ০১:৩৩:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

সাভারে ইটভাটার কার্যক্রম পুনঃচালুর দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন ভাটা মালিক ও শ্রমিকরা। বুধবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে ভাঙা ব্রিজ এলাকায় শতাধিক শ্রমিক ও মালিক সড়কে নেমে এই বিক্ষোভ দেখান।

অবরোধের কারণে উভয় লেনে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক, ব্যক্তিগত গাড়ি ও জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্স আটকা পড়ে।

শ্রমিকরা অভিযোগ করেছেন, সরকারের নির্দেশে এ বছর সাভারের ইটভাটার কার্যক্রম বন্ধ থাকায় মালিকদের কোটি কোটি টাকার লোকসান হচ্ছে। পাশাপাশি হাজারো শ্রমিক পরিবার জীবনযাপন করতে কঠিন পরিস্থিতির মুখোমুখি। তারা জানিয়েছেন, ভাটা চালু না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সালেহ আহমেদ জানান, ‘ইটভাটা সচল করার দাবিতে ভাটা মালিক ও শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। আমরা যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।’

পুলিশের সঙ্গে আলোচনার পর অবরোধকারীরা সাড়ে ১২টার দিকে সড়ক অবরোধ তুলে নেন।