
নীলফামারীর ডিমলায় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় অটোরিকশা উল্টে যাওয়ায় একই পরিবারের দুইজন নিহত হয়েছেন। এছাড়া শিশুসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ডালিয়া-পাগলাপীর সড়কের খালিশা চাপানি ইউনিয়নের তালতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ছাতুনামা এলাকার সোনা উল্লাহর ছেলে আশরাফুল ইসলাম (৩৫) স্ত্রী, শিশু সন্তান ও বোনকে নিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দিলে তা উল্টে যায়।
ঘটনাস্থলেই আশরাফুল নিহত হন। গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার বোন রুপিয়া বেগম (৩০)ও মারা যান। আহত অন্যদের মধ্যে আশরাফুলের স্ত্রী ও ৫ বছর বয়সী সন্তানও রয়েছেন।
পলাতক ট্রাকচালককে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছেন। ডিমলা থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে এবং পুলিশ তদন্ত করছে। স্থানীয়রা সড়কে নিয়মিত নজরদারি, গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা ও স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানিয়েছেন।
ডেক্স নিউজ/নিউজ টুডে 




























