ঢাকা ০৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

কুমারখালীতে পৌর সার্ভেয়ারের ঘুষিতে ট্রাকচালকের মৃত্যু

কুষ্টিয়া কুমারখালী পৌরসভার সার্ভেয়ার ফিরোজুল ইসলামের ঘুষিতে একই প্রতিষ্ঠানের ট্রাকচালক শহিদুল ইসলাম (কুটি) প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত সার্ভেয়ার পালাতক রয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে পৌরসভার ১০১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম শেরকান্দি এলাকার মৃত গনজের আলীর ছেলে। তিনি কুমারখালী পৌরসভার ট্রাকচালক হিসেবে কর্মরত ছিলেন। পলাতক সার্ভেয়ার শেরকান্দি গোহাট এলাকার বাসিন্দা। নিহতের স্বজনরা অভিযোগ নিয়ে সার্ভেয়ারের বাড়িতে হামলা চালান, তবে পুলিশ তা নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে বকেয়া বেতন নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটির পর মারামারিতে জড়িয়ে পড়েন। শহিদুল ইসলামকে পৌরসভার ১০১ নম্বর কক্ষে আটক রাখার পর তিনি মারা যান। তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুমারখালী থানার ওসি খন্দকার জিয়াউর রহমান বলেন, “প্রকৃত ঘটনা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে প্রকৃত ঘটনা জানা যাবে।”

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেন, প্রাথমিকভাবে দেখা গেছে, বকেয়া বেতন নিয়ে বাগবিতণ্ডার সময় এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

কুমারখালীতে পৌর সার্ভেয়ারের ঘুষিতে ট্রাকচালকের মৃত্যু

আপডেট সময় : ০৫:৩৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

কুষ্টিয়া কুমারখালী পৌরসভার সার্ভেয়ার ফিরোজুল ইসলামের ঘুষিতে একই প্রতিষ্ঠানের ট্রাকচালক শহিদুল ইসলাম (কুটি) প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত সার্ভেয়ার পালাতক রয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে পৌরসভার ১০১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম শেরকান্দি এলাকার মৃত গনজের আলীর ছেলে। তিনি কুমারখালী পৌরসভার ট্রাকচালক হিসেবে কর্মরত ছিলেন। পলাতক সার্ভেয়ার শেরকান্দি গোহাট এলাকার বাসিন্দা। নিহতের স্বজনরা অভিযোগ নিয়ে সার্ভেয়ারের বাড়িতে হামলা চালান, তবে পুলিশ তা নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে বকেয়া বেতন নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটির পর মারামারিতে জড়িয়ে পড়েন। শহিদুল ইসলামকে পৌরসভার ১০১ নম্বর কক্ষে আটক রাখার পর তিনি মারা যান। তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুমারখালী থানার ওসি খন্দকার জিয়াউর রহমান বলেন, “প্রকৃত ঘটনা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে প্রকৃত ঘটনা জানা যাবে।”

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেন, প্রাথমিকভাবে দেখা গেছে, বকেয়া বেতন নিয়ে বাগবিতণ্ডার সময় এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে।