
সম্প্রতি ভূমিকম্পের দংশনে রাজধানী ঢাকার বাসিন্দারা গভীর আতঙ্কে আছেন। ভূমিকম্প বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, বিপদের ঝুঁকি বাড়ছে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জানায়, পার্শ্ববর্তী জেলা টাঙ্গাইলের মধুপুর ফল্টে ৬.৯ মাত্রার ভূমিকম্প হলে ঢাকার প্রায় ৪০ শতাংশ ভবন ধসে যেতে পারে, যা দুই লাখের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা তৈরি করতে পারে।
এই ভয়াবহ সম্ভাবনার মধ্যেই জাতিসংঘের নতুন ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্সটস-২০২৫’ প্রতিবেদনে বলা হয়েছে, ২০৫০ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় শহর হয়ে উঠবে ঢাকা। বর্তমানে শহরের জনসংখ্যা ৩ কোটি ৬৬ লাখ, যা বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দ্রুত নগরায়ণ, গ্রাম থেকে মানুষের আগমন এবং জলবায়ু পরিবর্তন ঢাকার জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ।
জাতিসংঘ সতর্ক করেছে, নগরায়ণের এই গতির কারণে ঢাকার অবকাঠামো সংকট, পানি-জলাবদ্ধতা, ট্রাফিক সমস্যা ও বাসযোগ্যতার চ্যালেঞ্জ আরও কঠিন হবে। এশিয়া এখনো মেগাসিটির প্রধান কেন্দ্র; বিশ্বের ৩৩টি মেগাসিটির মধ্যে ১৯টি এশিয়ায় অবস্থিত, শীর্ষ ১০-এর ৯টিই এ অঞ্চলে।
ডেক্স নিউজ/নিউজ টুডে 




























