
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ৪৯০ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এর ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩৯১ জনে। আর বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা পৌঁছেছে ৯৬ হাজার ৬৭ জনে।
চলতি বছর ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু হয়েছে নভেম্বর মাসে এ মাসেই প্রাণ গেছে ১০৪ জনের। এর আগে অক্টোবর মাসে ৮০ জন এবং সেপ্টেম্বরে ৭৬ জনের মৃত্যু হয়।
এ ছাড়া আগস্টে ৩৯ জন, জুলাইয়ে ৪১ জন, জুনে ১৯ জন, মে মাসে তিনজন, এপ্রিলে সাতজন, ফেব্রুয়ারিতে তিনজন এবং জানুয়ারিতে মারা যান ১০ জন। মার্চ মাসে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
অন্যদিকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যায়ও নভেম্বর সর্বোচ্চ। জানুয়ারিতে ভর্তি হন ১,১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন ও মে মাসে ১,৭৭৩ জন। জুনে ৫,৯৫১ জন এবং আগস্টে ১০,৪৯৬ জন ভর্তি হন। সেপ্টেম্বরে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৫,৮৬৬ জনে, অক্টোবরে ২২,৫২০ জনে এবং নভেম্বরে পৌঁছে ২৪,৫৩৫ জনে।
ডেক্স নিউজ/নিউজ টুডে 



























