ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

ধামরাইয়ে বংশী নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

ধামরাইয়ে চৌহাট ইউনিয়নের ভাকুলিয়া গ্রামে বংশী নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে চিহ্নিত বালুদস্যুরা, জানা গেছে ভাকুলিয়া গ্রামের ছাএলীগের কর্মী চিহ্নিত বালুদস্যু পলাশ একই গ্রামের বংশী নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে দেদারসে বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা এতে করে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব,, নদীতে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন কারনে নদীর পাশে থাকা ফসলী জমি রয়েছে হুমকি মুখে।

খোঁজ নিয়ে জানা যায় নদীতে অবৈধ ডেজ্রার বসিয়ে বালু দায়ে তার নামে রয়েছে একাধিক মামলা,,এইসব মামলাকে কিছুই মনে না করে সরকারি আইনী তোয়াক্কাকে অমান্য করে ক্ষমতা দাপট দেখিয়ে নদী থেকে বালু উত্তোলন করছে,

নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বিষয় জানতে চাইলে বালুদস্যু পলাশ বলে আমি ব্যবসা করে খাচ্ছি তাতে দূষের কি,, সবাই করে তাই আমি ও করতাছি,,
এই ব্যাপারে কথা হলে ধামরাই উপজেলা সহকারী ভূমি কমিশনার রিদওয়ান প্রতিবেদক জানান এই বালুদাস্যু দের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়া হবে

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

ধামরাইয়ে বংশী নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

আপডেট সময় : ০৬:১৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫

ধামরাইয়ে চৌহাট ইউনিয়নের ভাকুলিয়া গ্রামে বংশী নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে চিহ্নিত বালুদস্যুরা, জানা গেছে ভাকুলিয়া গ্রামের ছাএলীগের কর্মী চিহ্নিত বালুদস্যু পলাশ একই গ্রামের বংশী নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে দেদারসে বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা এতে করে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব,, নদীতে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন কারনে নদীর পাশে থাকা ফসলী জমি রয়েছে হুমকি মুখে।

খোঁজ নিয়ে জানা যায় নদীতে অবৈধ ডেজ্রার বসিয়ে বালু দায়ে তার নামে রয়েছে একাধিক মামলা,,এইসব মামলাকে কিছুই মনে না করে সরকারি আইনী তোয়াক্কাকে অমান্য করে ক্ষমতা দাপট দেখিয়ে নদী থেকে বালু উত্তোলন করছে,

নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বিষয় জানতে চাইলে বালুদস্যু পলাশ বলে আমি ব্যবসা করে খাচ্ছি তাতে দূষের কি,, সবাই করে তাই আমি ও করতাছি,,
এই ব্যাপারে কথা হলে ধামরাই উপজেলা সহকারী ভূমি কমিশনার রিদওয়ান প্রতিবেদক জানান এই বালুদাস্যু দের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়া হবে