
“লিওনেল মেসি ভারতের রাজ্য কলকাতায় পা রাখবেন আগামীকাল। কলকাতার লেক টাউনে তৈরি করা হয়েছে তার ৭০ ফুট উচ্চতার লোহার ভাস্কর্য, যা আর্জেন্টাইন আইকনের সবচেয়ে উঁচু ভাস্কর্য হিসেবে দাবি করা হচ্ছে।
মেসি নিজেই ভার্চুয়ালি উদ্বোধন করবেন এই ভাস্কর্য। তিন দিনের সফরে তিনি কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই এবং নতুন দিল্লি ঘুরবেন। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, সেলিব্রিটি ফুটবল ম্যাচ, চ্যারিটি ফ্যাশন শো ও বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন। প্রতিটি শহরে দর্শকরা মেসিকে দেখার জন্য টিকিট কিনতে পারছেন। জেড ক্যাটাগরির কঠোর নিরাপত্তায় চলবে এই ভারত সফর।”
আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি ভারতের তিন দিনের সফরে আসছেন। কলকাতার লেক টাউনে তার ৭০ ফুট উচ্চতার লোহার ভাস্কর্য তৈরি করা হয়েছে, যা বিশ্বের সবচেয়ে উঁচু মেসি ভাস্কর্য হিসেবে দাবি করা হচ্ছে। মেসি নিজেই ভার্চুয়ালি উদ্বোধন করবেন।
ভারতের সফরে তিনি কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই ও নতুন দিল্লি ঘুরবেন। এই সময়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, সেলিব্রিটি ফুটবল ম্যাচ, চ্যারিটি ফ্যাশন শো এবং বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন। প্রতিটি শহরে দর্শকরা মেসিকে দেখার জন্য টিকিট কিনতে পারবেন। জেড ক্যাটাগরির নিরাপত্তার মধ্যে সম্পূর্ণ অনুষ্ঠান পরিচালিত হবে।
নিজস্ব নিউজ/নিউজ টুডে 




























