ঢাকা ০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে ‘মেরাকি’: বৈশ্বিক ইস্যুর সৃজনশীল উপস্থাপন

চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও বৈশ্বিক সচেতনতার মিলনমেলায় পরিণত হয়েছে এবারের মেরাকি আয়োজন। ১৩ তারিখ ‘Unveiling Global Voices 2.0’ থিমে অনুষ্ঠিত এ আয়োজনে অংশ নেয় মোট ৪৯টি দল। প্রতিটি দলে ছিল ১০ থেকে ১২ জন শিক্ষার্থী।

এই সেমিস্টারের মেরাকি আয়োজন করা হয় দুটি পর্বে। প্রথম পর্বে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কলসিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় গ্লোবাল পার্সপেকটিভস শোকেস। এতে শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে তৈরি পোস্টার ও প্ল্যাকার্ড প্রদর্শন করে। প্রদর্শনীগুলোর মাধ্যমে বৈশ্বিক সমস্যাগুলোর গভীরতা ও প্রভাব তুলে ধরা হয়।
দ্বিতীয় পর্বে দুপুরের পর শুরু হয় ক্রিয়েটিভ টিভিসি এক্সিবিশন। শিক্ষার্থীদের তৈরি টেলিভিশন কমার্শিয়াল (টিভিসি) বড় এলইডি স্ক্রিনে প্রদর্শিত হয়। প্রতিটি টিভিসিতে সংশ্লিষ্ট সমস্যার কারণ, প্রভাব এবং সম্ভাব্য সমাধান সৃজনশীল উপস্থাপনায় তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা। তাঁদের মধ্যে ছিলেন, অধ্যাপক এম. সেকান্দার খান (প্রফেসোরিয়াল ফেলো ও বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা), সজল কান্তি বড়ুয়া (রেজিস্ট্রার) এবং রাওনাক আফরোজ (সহকারী অধ্যাপক, স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন; ডিরেক্টর, এক্সটার্নাল এনগেজমেন্ট ও কো-অর্ডিনেটর, অ্যাক্সেস একাডেমি)।
আয়োজকেরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দলগত কাজ, বিশ্লেষণী দক্ষতা ও বৈশ্বিক ইস্যু সম্পর্কে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীরাও জানান, বাস্তবভিত্তিক শেখার ক্ষেত্রে এই আয়োজন তাঁদের জন্য কার্যকর অভিজ্ঞতা হয়ে উঠেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে ‘মেরাকি’: বৈশ্বিক ইস্যুর সৃজনশীল উপস্থাপন

আপডেট সময় : ১১:০৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও বৈশ্বিক সচেতনতার মিলনমেলায় পরিণত হয়েছে এবারের মেরাকি আয়োজন। ১৩ তারিখ ‘Unveiling Global Voices 2.0’ থিমে অনুষ্ঠিত এ আয়োজনে অংশ নেয় মোট ৪৯টি দল। প্রতিটি দলে ছিল ১০ থেকে ১২ জন শিক্ষার্থী।

এই সেমিস্টারের মেরাকি আয়োজন করা হয় দুটি পর্বে। প্রথম পর্বে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কলসিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় গ্লোবাল পার্সপেকটিভস শোকেস। এতে শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে তৈরি পোস্টার ও প্ল্যাকার্ড প্রদর্শন করে। প্রদর্শনীগুলোর মাধ্যমে বৈশ্বিক সমস্যাগুলোর গভীরতা ও প্রভাব তুলে ধরা হয়।
দ্বিতীয় পর্বে দুপুরের পর শুরু হয় ক্রিয়েটিভ টিভিসি এক্সিবিশন। শিক্ষার্থীদের তৈরি টেলিভিশন কমার্শিয়াল (টিভিসি) বড় এলইডি স্ক্রিনে প্রদর্শিত হয়। প্রতিটি টিভিসিতে সংশ্লিষ্ট সমস্যার কারণ, প্রভাব এবং সম্ভাব্য সমাধান সৃজনশীল উপস্থাপনায় তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা। তাঁদের মধ্যে ছিলেন, অধ্যাপক এম. সেকান্দার খান (প্রফেসোরিয়াল ফেলো ও বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা), সজল কান্তি বড়ুয়া (রেজিস্ট্রার) এবং রাওনাক আফরোজ (সহকারী অধ্যাপক, স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন; ডিরেক্টর, এক্সটার্নাল এনগেজমেন্ট ও কো-অর্ডিনেটর, অ্যাক্সেস একাডেমি)।
আয়োজকেরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দলগত কাজ, বিশ্লেষণী দক্ষতা ও বৈশ্বিক ইস্যু সম্পর্কে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীরাও জানান, বাস্তবভিত্তিক শেখার ক্ষেত্রে এই আয়োজন তাঁদের জন্য কার্যকর অভিজ্ঞতা হয়ে উঠেছে।