
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার ইটের আঘাতে চাচা নিহত হয়েছেন। নিহতের নাম আবুল কালাম (৫০)।
সোমবার দুপুর ২টার দিকে ফজলের রহমান বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, জমি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ভাতিজা মো. হেলাল হোসেন (৩০) ক্ষিপ্ত হয়ে ইট দিয়ে আবুল কালামের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত আবুল কালাম দীর্ঘদিন প্রবাসে ছিলেন। কয়েক মাস আগে দেশে ফেরেন। ঘটনার পর অভিযুক্ত হেলাল হোসেন পালিয়ে গেছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হোসেন জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধির নাম 




























