ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

মানিকগঞ্জে চাচাকে মারধর: ভাতিজাসহ তিনজনের এক বছরের কারাদণ্ড

মানিকগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচাকে মারধরের ঘটনায় ভাতিজাসহ তিনজনকে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন আদালত।

রোববার (১১ জানুয়ারি ) দুপুরে মানিকগঞ্জের চীফ জুডিসিয়াল আদালতের হাকিম আল আসাদ মো. মাহমুদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—ব্রজ গোপাল তরফদার, নবীন তরফদার এবং তাদের সহযোগী লোকমান। মামলার অপর আসামি নবীনের স্ত্রী কনক লতা রায়ের বিষয়ে আদালত পৃথক আদেশ প্রদান করেন।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী নিরঞ্জন তরফদারের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ২০২১ সালের ২৩ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে অভিযুক্ত ব্রজ গোপাল তরফদার, নবীন তরফদার, নবীনের স্ত্রী কনক লতা রায় এবং তাদের সহযোগী লোকমানসহ কয়েকজন নিরঞ্জন তরফদারের জমি দখলের চেষ্টা করে।

এ সময় নিরঞ্জন তরফদার, তার ছেলে ও স্ত্রী বাধা দিলে অভিযুক্তরা তাদের উপর হামলা চালায়। মারধরে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পরদিন ২০২১ সালের ২৪ আগস্ট ভুক্তভোগী নিরঞ্জন তরফদারের ছেলে নীহার রঞ্জন তরফদার ঘিওর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় এই দণ্ডাদেশ প্রদান করেন।

রায়ের প্রতিক্রিয়ায় মামলার বাদী নীহার রঞ্জন তরফদার বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের অপেক্ষায় ছিলাম। আদালতের এই রায় সমাজে একটি দৃষ্টান্ত স্থাপন করবে এবং ভবিষ্যতে কেউ আইন নিজের হাতে তুলে নিতে সাহস পাবে না।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

মানিকগঞ্জে চাচাকে মারধর: ভাতিজাসহ তিনজনের এক বছরের কারাদণ্ড

আপডেট সময় : ০৬:০০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬

মানিকগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচাকে মারধরের ঘটনায় ভাতিজাসহ তিনজনকে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন আদালত।

রোববার (১১ জানুয়ারি ) দুপুরে মানিকগঞ্জের চীফ জুডিসিয়াল আদালতের হাকিম আল আসাদ মো. মাহমুদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—ব্রজ গোপাল তরফদার, নবীন তরফদার এবং তাদের সহযোগী লোকমান। মামলার অপর আসামি নবীনের স্ত্রী কনক লতা রায়ের বিষয়ে আদালত পৃথক আদেশ প্রদান করেন।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী নিরঞ্জন তরফদারের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ২০২১ সালের ২৩ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে অভিযুক্ত ব্রজ গোপাল তরফদার, নবীন তরফদার, নবীনের স্ত্রী কনক লতা রায় এবং তাদের সহযোগী লোকমানসহ কয়েকজন নিরঞ্জন তরফদারের জমি দখলের চেষ্টা করে।

এ সময় নিরঞ্জন তরফদার, তার ছেলে ও স্ত্রী বাধা দিলে অভিযুক্তরা তাদের উপর হামলা চালায়। মারধরে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পরদিন ২০২১ সালের ২৪ আগস্ট ভুক্তভোগী নিরঞ্জন তরফদারের ছেলে নীহার রঞ্জন তরফদার ঘিওর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় এই দণ্ডাদেশ প্রদান করেন।

রায়ের প্রতিক্রিয়ায় মামলার বাদী নীহার রঞ্জন তরফদার বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের অপেক্ষায় ছিলাম। আদালতের এই রায় সমাজে একটি দৃষ্টান্ত স্থাপন করবে এবং ভবিষ্যতে কেউ আইন নিজের হাতে তুলে নিতে সাহস পাবে না।”