ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

ভালুকায় শ্রমিক হত্যা মামলায় আরও ২ জন গ্রেপ্তার

ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ ও ভিডিও বিশ্লেষণ করে শনিবার রাতে আশিক (২৫) ও কাইয়ুম (২৫) নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়। আজ রোববার (২১ ডিসেম্বর) রিমান্ডের আবেদনসহ তাঁদের আদালতে পাঠানো হবে।

গত বৃহস্পতিবার রাতে ভালুকার পাইওনিয়ার নিটওয়্যারস কারখানার শ্রমিক দিপুকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। এরপর উত্তেজিত জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে লাশে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় নিহতের ভাই অজ্ঞাতনামা দেড়শ জনকে আসামি করে মামলা করলে পুলিশ ও ডিবির যৌথ অভিযানে এখন পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতরা স্লোগানের মাধ্যমে উসকানি দিয়ে ‘মব’ সৃষ্টি করে হত্যাকাণ্ড সংঘটিত করা এবং লাশে আগুন দেওয়ার ঘটনায় প্রাথমিকভাবে জড়িত বলে নিশ্চিত হওয়া গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

ভালুকায় শ্রমিক হত্যা মামলায় আরও ২ জন গ্রেপ্তার

আপডেট সময় : ০২:১৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ ও ভিডিও বিশ্লেষণ করে শনিবার রাতে আশিক (২৫) ও কাইয়ুম (২৫) নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়। আজ রোববার (২১ ডিসেম্বর) রিমান্ডের আবেদনসহ তাঁদের আদালতে পাঠানো হবে।

গত বৃহস্পতিবার রাতে ভালুকার পাইওনিয়ার নিটওয়্যারস কারখানার শ্রমিক দিপুকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। এরপর উত্তেজিত জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে লাশে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় নিহতের ভাই অজ্ঞাতনামা দেড়শ জনকে আসামি করে মামলা করলে পুলিশ ও ডিবির যৌথ অভিযানে এখন পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতরা স্লোগানের মাধ্যমে উসকানি দিয়ে ‘মব’ সৃষ্টি করে হত্যাকাণ্ড সংঘটিত করা এবং লাশে আগুন দেওয়ার ঘটনায় প্রাথমিকভাবে জড়িত বলে নিশ্চিত হওয়া গেছে।