
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনটি খেলাফত মজলিসকে ছেড়ে দেয়ার দাবি জানিয়েছেন খেলাফত মজলিস আনোয়ারা উপজেলার তৃণমূলের নেতা-কর্মীরা।
চট্টগ্রাম-১৩ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুফতী ইমরান ইসলামাবাদীর সভাপতিত্বে ও মুফতী সাখাওয়াত হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিস চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা মাহবুবুর রহমান হানিফ এই দাবি জানান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে আনোয়ারা উপজেলার কালাবিবির দীঘি টানেল রেস্টুরেন্টে এক সাধারণ সভায় তিনি এই দাবী জানান।
তিনি আরও বলেন বিগত ৫৪ বছরে বহু সরকার গেছে/ আসছে কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। সত্যিকারের জনআকাঙ্খা পূরণ করতে আগামি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ৮ দলের সম্ভাব্য প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে খেলাফত মজলিসের সকল জনশক্তিদের সর্বোচ্চ ত্যাগ-চেষ্টা করতে হবে।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উত্তর জেলা শাখার সহ-সভাপতি মুফতী আবুল কালাম আজাদ,দক্ষিণ জেলার সহ-সভাপতি মাওলানা হুমায়ুন আজাদ ও মাওলানা আহমদুর রহমান,সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ আবদুল্লাহ,যুব-বিষয়ক সম্পাদক মুফতী আবু তাহের তুরাবী,চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তফা কামাল ফয়সাল, আনোয়ারা উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা ফৌজুল আজীম চৌধুরী প্রমূখ।
মহিউদ্দিন মঞ্জুর / আনোয়ারা প্রতিনিধি 




























