ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

রোনালদোর গোলের দিনেও আল নাসরের হার, শীর্ষে আল হিলাল

ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য ২০২৬ সালটি চরম হতাশা দিয়ে শুরু হলো। সৌদি প্রো লিগে নিজের গোল সত্ত্বেও দলকে হারের হাত থেকে রক্ষা করতে পারেননি এই মহাতারকা। সোমবার আল হিলালের কাছে ৩-১ গোলে পরাজিত হয়েছে তার দল আল নাসর।

ম্যাচের ৪২ মিনিটে কিংসলে কোমানের পাস থেকে দুর্দান্ত এক ভলিতে আল নাসরকে এগিয়ে নিয়েছিলেন রোনালদো। তবে বিরতির পর পাশা বদলে যায়। পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান আল হিলালের সালেম আল দাওসারি। এরপর বল দখল নিয়ে বিবাদে জড়িয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আল নাসর গোলরক্ষক নওয়াফ আল আকিদি। ১০ জনের দলে পরিণত হওয়া আল নাসরের ওপর চড়াও হয়ে ৮১ মিনিটে মোহাম্মদ কান্নো এবং অতিরিক্ত সময়ে রুবেন নেভেস গোল করে আল হিলালের জয় নিশ্চিত করেন।

এই হারের ফলে আল নাসর টানা চার ম্যাচ জয়হীন রইল, যার মধ্যে শেষ তিনটিতেই তারা পরাজিত হয়েছে। অন্যদিকে, টানা ১১ ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষে থাকা আল হিলাল এখন আল নাসরের চেয়ে সাত পয়েন্টে এগিয়ে গেল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

রোনালদোর গোলের দিনেও আল নাসরের হার, শীর্ষে আল হিলাল

আপডেট সময় : ০১:৩১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য ২০২৬ সালটি চরম হতাশা দিয়ে শুরু হলো। সৌদি প্রো লিগে নিজের গোল সত্ত্বেও দলকে হারের হাত থেকে রক্ষা করতে পারেননি এই মহাতারকা। সোমবার আল হিলালের কাছে ৩-১ গোলে পরাজিত হয়েছে তার দল আল নাসর।

ম্যাচের ৪২ মিনিটে কিংসলে কোমানের পাস থেকে দুর্দান্ত এক ভলিতে আল নাসরকে এগিয়ে নিয়েছিলেন রোনালদো। তবে বিরতির পর পাশা বদলে যায়। পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান আল হিলালের সালেম আল দাওসারি। এরপর বল দখল নিয়ে বিবাদে জড়িয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আল নাসর গোলরক্ষক নওয়াফ আল আকিদি। ১০ জনের দলে পরিণত হওয়া আল নাসরের ওপর চড়াও হয়ে ৮১ মিনিটে মোহাম্মদ কান্নো এবং অতিরিক্ত সময়ে রুবেন নেভেস গোল করে আল হিলালের জয় নিশ্চিত করেন।

এই হারের ফলে আল নাসর টানা চার ম্যাচ জয়হীন রইল, যার মধ্যে শেষ তিনটিতেই তারা পরাজিত হয়েছে। অন্যদিকে, টানা ১১ ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষে থাকা আল হিলাল এখন আল নাসরের চেয়ে সাত পয়েন্টে এগিয়ে গেল।