ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি, সড়ক অবরোধে থমকে যান চলাচল

খাগড়াছড়ি সদর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। জনজীবনে সহিংসতা ও জানমালের ক্ষয়ক্ষতি রোধে ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ সালের ১৪৪ ধারা অনুসারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এর আগে ওই দিন সকাল থেকে এক কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে জুম্ম ছাত্র-জনতার ডাকে শুরু হয় সড়ক অবরোধ। অবরোধকারীরা জেলার বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরুদ্ধ করেন। খাগড়াছড়ি শহরের চেঙ্গী ব্রিজ, স্টেডিয়াম এলাকা ও গুইমারা উপজেলার বাইল্যাছড়ি যৌথ খামার এলাকায় অবরোধ চলার কারণে দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে।

মাটিরাঙ্গায় সাপ্তাহিক হাট হলেও ক্রেতা-বিক্রেতার উপস্থিতি কম থাকায় বাজারে স্তব্ধতা দেখা গেছে। জেলা অভ্যন্তরীণ সড়কের যান চলাচলও বন্ধ রয়েছে। অবরোধের ফলে ঢাকাসহ দূরপাল্লার নৈশকোচের অনেক গাড়ি বিভিন্ন স্থানে আটকা পড়েছে। তবে জেলা শহর ও উপজেলার ভেতরে ইজিবাইক ও মোটরসাইকেলসহ ছোট যানবাহন চলাচল করলেও দূরপাল্লার যান চলাচল ব্যাহত হচ্ছে।

খাগড়াছড়ি-সাজেক পরিবহন কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত মো. আরিফ জানান, গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) অন্তত ২০০টির বেশি গাড়ি সাজেকে গিয়েছিল, যাদের মধ্যে প্রায় দুই হাজার পর্যটক ছিলেন।

গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় খাগড়াছড়ি সদর এলাকায় এক কিশোরী প্রাইভেট পড়ার বাসায় ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে সদর থানায় মামলা করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যু

খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি, সড়ক অবরোধে থমকে যান চলাচল

আপডেট সময় : ০৪:৩৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

খাগড়াছড়ি সদর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। জনজীবনে সহিংসতা ও জানমালের ক্ষয়ক্ষতি রোধে ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ সালের ১৪৪ ধারা অনুসারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এর আগে ওই দিন সকাল থেকে এক কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে জুম্ম ছাত্র-জনতার ডাকে শুরু হয় সড়ক অবরোধ। অবরোধকারীরা জেলার বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরুদ্ধ করেন। খাগড়াছড়ি শহরের চেঙ্গী ব্রিজ, স্টেডিয়াম এলাকা ও গুইমারা উপজেলার বাইল্যাছড়ি যৌথ খামার এলাকায় অবরোধ চলার কারণে দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে।

মাটিরাঙ্গায় সাপ্তাহিক হাট হলেও ক্রেতা-বিক্রেতার উপস্থিতি কম থাকায় বাজারে স্তব্ধতা দেখা গেছে। জেলা অভ্যন্তরীণ সড়কের যান চলাচলও বন্ধ রয়েছে। অবরোধের ফলে ঢাকাসহ দূরপাল্লার নৈশকোচের অনেক গাড়ি বিভিন্ন স্থানে আটকা পড়েছে। তবে জেলা শহর ও উপজেলার ভেতরে ইজিবাইক ও মোটরসাইকেলসহ ছোট যানবাহন চলাচল করলেও দূরপাল্লার যান চলাচল ব্যাহত হচ্ছে।

খাগড়াছড়ি-সাজেক পরিবহন কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত মো. আরিফ জানান, গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) অন্তত ২০০টির বেশি গাড়ি সাজেকে গিয়েছিল, যাদের মধ্যে প্রায় দুই হাজার পর্যটক ছিলেন।

গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় খাগড়াছড়ি সদর এলাকায় এক কিশোরী প্রাইভেট পড়ার বাসায় ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে সদর থানায় মামলা করেছেন।