ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

জাতিসংঘে পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের কেন্দ্র’ আখ্যা দিলেন জয়শঙ্কর

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভারতের প্রতিনিধিত্ব করে বক্তব্য দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। নিউইয়র্কের স্থানীয় সময় রোববার (২৭ সেপ্টেম্বর) দেওয়া এ ভাষণে তিনি পাকিস্তানকে তীব্র সমালোচনা করেন।

জয়শঙ্কর বলেন, “আন্তর্জাতিক সন্ত্রাসবাদের অন্যতম উৎস একটি দেশ। যখন কোনো রাষ্ট্র সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতি হিসেবে গ্রহণ করে, তাকে কেন্দ্র করে জঙ্গিবাদের বিস্তার ঘটে, আর সন্ত্রাসবাদের প্রশংসা করা হয়— তখন এসব কর্মকাণ্ডকে স্পষ্টভাবে নিন্দা জানানো জরুরি।”

পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল’ হিসেবে আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেন, গত কয়েক দশকে ভারতে সংঘটিত নানা সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তান সরাসরি দায়ী।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে দেশটি সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ মোকাবিলা করে আসছে। পাকিস্তানে চালানো “অপারেশন সিঁদুর”-এর প্রসঙ্গ টেনে তিনি জানান, ভারতের জনগণের সুরক্ষা নিশ্চিত করতে দেশটি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছে এবং হামলাকারীদের বিচারও নিশ্চিত করেছে।

তিনি আরও জোর দিয়ে বলেন, “সন্ত্রাসবাদের অর্থায়ন বন্ধ করতে হবে। এ বাস্তুতন্ত্রের ওপর অব্যাহত চাপ বজায় রাখতে হবে। আর যে দেশগুলো সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করে, শেষ পর্যন্ত তাদেরও এই সন্ত্রাসবাদ ভোগ করতে হয়।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যু

জাতিসংঘে পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের কেন্দ্র’ আখ্যা দিলেন জয়শঙ্কর

আপডেট সময় : ১১:৪৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভারতের প্রতিনিধিত্ব করে বক্তব্য দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। নিউইয়র্কের স্থানীয় সময় রোববার (২৭ সেপ্টেম্বর) দেওয়া এ ভাষণে তিনি পাকিস্তানকে তীব্র সমালোচনা করেন।

জয়শঙ্কর বলেন, “আন্তর্জাতিক সন্ত্রাসবাদের অন্যতম উৎস একটি দেশ। যখন কোনো রাষ্ট্র সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতি হিসেবে গ্রহণ করে, তাকে কেন্দ্র করে জঙ্গিবাদের বিস্তার ঘটে, আর সন্ত্রাসবাদের প্রশংসা করা হয়— তখন এসব কর্মকাণ্ডকে স্পষ্টভাবে নিন্দা জানানো জরুরি।”

পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল’ হিসেবে আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেন, গত কয়েক দশকে ভারতে সংঘটিত নানা সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তান সরাসরি দায়ী।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে দেশটি সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ মোকাবিলা করে আসছে। পাকিস্তানে চালানো “অপারেশন সিঁদুর”-এর প্রসঙ্গ টেনে তিনি জানান, ভারতের জনগণের সুরক্ষা নিশ্চিত করতে দেশটি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছে এবং হামলাকারীদের বিচারও নিশ্চিত করেছে।

তিনি আরও জোর দিয়ে বলেন, “সন্ত্রাসবাদের অর্থায়ন বন্ধ করতে হবে। এ বাস্তুতন্ত্রের ওপর অব্যাহত চাপ বজায় রাখতে হবে। আর যে দেশগুলো সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করে, শেষ পর্যন্ত তাদেরও এই সন্ত্রাসবাদ ভোগ করতে হয়।”