
এশিয়া কাপ ২০২৫-এর ফাইনালে আজ মাঠে নামছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ভারত ও পাকিস্তান।
এবারের আসরে এর আগেও দুইবার মুখোমুখি হয়েছে তারা। দুইবারই জয়ী হয়েছে ভারত প্রথম ম্যাচে ৭ উইকেটে, পরেরটিতে ৬ উইকেটে। ফলে এক অর্থে সিরিজ জিতে নিয়েছে ভারত। তবে আজকের ম্যাচে ভিন্ন চাপ, কারণ এটি ফাইনাল।
আজকের ম্যাচ জিততে পারলে ভারত পাকিস্তানকে আসরে হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন করবে। কিন্তু হারলে আগের দুই জয়ের মূল্য এক রকম হারিয়ে যাবে। এমন উত্তেজনাপূর্ণ এক প্রেক্ষাপটে ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই দল।
শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচে ভারতের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় হার্দিক পান্ডিয়া ও অভিষেক শর্মা ম্যাচের সময় ক্র্যাম্পে আক্রান্ত হয়েছিলেন। মাঠের এক বড় সময় তাদের দেখা গেছে ডাগআউটে বসে থাকতে, যা নিয়ে শঙ্কা তৈরি হয় তারা কি ফাইনালে খেলতে পারবেন?
তবে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, দুজনই ফাইনালের জন্য ফিট আছেন এবং একাদশে থাকছেন নিশ্চিতভাবেই।
ভারত একাদশে আজ দুই পরিবর্তন আসতে চলেছে। শ্রীলঙ্কার বিপক্ষে ‘নিয়মরক্ষার’ ম্যাচে জাসপ্রিত বুমরাহ ও শিভম দুবে বিশ্রামে ছিলেন। আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে তারা দলে ফিরছেন। তাদের জায়গা করে দিতে বেঞ্চে যেতে হবে আরশদীপ সিং ও হারশিত রানাকে।
তবে একাদশে অন্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।