ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

ইনজুরির হানায় বিপর্যস্ত বার্সা, দুশ্চিন্তায় হ্যান্সি ফ্লিক

নতুন মৌসুম শুরু হতে না হতেই বড় ধাক্কায় পড়েছে বার্সেলোনা। একে একে ইনজুরিতে পড়ছেন দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা। রাফিনহার চোটের খবরের পর এবার জানা গেছে, ইনজুরিতে রয়েছেন প্রতিভাবান তরুণ লামিন ইয়ামাল এবং সদ্য দলে আসা গোলকিপার ইনিয়াকি পেনা গার্সিয়াও।

সব মিলিয়ে চিন্তায় ঘুম হারাম কোচ হ্যান্সি ফ্লিকের। প্রস্তুতি ম্যাচগুলোতে দল যেমন তেমন পারফর্ম করেছে, তার ওপর এখন একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড় অনুপলব্ধ।

বিশেষ করে রাফিনহার ইনজুরি নিয়ে শঙ্কা বেশ গভীর। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, তিনি কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন। অন্যদিকে, ১৬ বছর বয়সেই আলো ছড়ানো লামিন ইয়ামালের চোট কোচ ফ্লিকের আক্রমণভাগে বড় সমস্যা তৈরি করতে পারে। তরুণ গোলকিপার গার্সিয়াও যে ইনজুরিতে, সেটি নিশ্চিত করেছে ক্লাব সূত্র।

তবে এখনো আশার আলো হিসেবে রয়েছেন কিছু অভিজ্ঞ খেলোয়াড় ও একাডেমির তরুণরা। ফ্লিক ইতোমধ্যেই বিকল্প ভাবনায় যাচ্ছেন বলে জানা গেছে।

এমন চ্যালেঞ্জিং পরিস্থিতিতে দলের মানসিক দৃঢ়তা এবং স্কোয়াড ডেপথই বলে দেবে, বার্সা এই মৌসুমে ঘুরে দাঁড়াতে পারবে, নাকি আবারও ট্রফি শূন্য থাকাটা হবে নিয়তি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যু

ইনজুরির হানায় বিপর্যস্ত বার্সা, দুশ্চিন্তায় হ্যান্সি ফ্লিক

আপডেট সময় : ০১:৪৬:০১ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

নতুন মৌসুম শুরু হতে না হতেই বড় ধাক্কায় পড়েছে বার্সেলোনা। একে একে ইনজুরিতে পড়ছেন দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা। রাফিনহার চোটের খবরের পর এবার জানা গেছে, ইনজুরিতে রয়েছেন প্রতিভাবান তরুণ লামিন ইয়ামাল এবং সদ্য দলে আসা গোলকিপার ইনিয়াকি পেনা গার্সিয়াও।

সব মিলিয়ে চিন্তায় ঘুম হারাম কোচ হ্যান্সি ফ্লিকের। প্রস্তুতি ম্যাচগুলোতে দল যেমন তেমন পারফর্ম করেছে, তার ওপর এখন একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড় অনুপলব্ধ।

বিশেষ করে রাফিনহার ইনজুরি নিয়ে শঙ্কা বেশ গভীর। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, তিনি কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন। অন্যদিকে, ১৬ বছর বয়সেই আলো ছড়ানো লামিন ইয়ামালের চোট কোচ ফ্লিকের আক্রমণভাগে বড় সমস্যা তৈরি করতে পারে। তরুণ গোলকিপার গার্সিয়াও যে ইনজুরিতে, সেটি নিশ্চিত করেছে ক্লাব সূত্র।

তবে এখনো আশার আলো হিসেবে রয়েছেন কিছু অভিজ্ঞ খেলোয়াড় ও একাডেমির তরুণরা। ফ্লিক ইতোমধ্যেই বিকল্প ভাবনায় যাচ্ছেন বলে জানা গেছে।

এমন চ্যালেঞ্জিং পরিস্থিতিতে দলের মানসিক দৃঢ়তা এবং স্কোয়াড ডেপথই বলে দেবে, বার্সা এই মৌসুমে ঘুরে দাঁড়াতে পারবে, নাকি আবারও ট্রফি শূন্য থাকাটা হবে নিয়তি।