ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

দুর্গাপূজায় পূর্ণ নিরাপত্তা নিশ্চিত, গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে এবং এ নিয়ে কোনো শঙ্কার কারণ নেই। তিনি বলেন, “পূজাকে কেন্দ্র করে প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্ট শক্তির সহযোগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপচেষ্টা চালাবে, তবে সরকার তা কঠোরভাবে দমন করবে।”

রোববার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দুর্গাপূজার সময় সারাদেশে নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীর ১ লাখ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া, পুলিশের ৭০ হাজার সদস্য, ৪৩০ প্লাটুন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মাঠে থাকবে। পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে স্বেচ্ছাসেবী দল নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি বলেন, “গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা হলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রতিরোধ করে জনগণের সামনে সঠিক বার্তা পৌঁছে দিতে হবে।”

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন। নির্বাচনকে সামনে রেখে সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।

বৈঠকে পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, খাগড়াছড়ির ঘটনার পরিপ্রেক্ষিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সব পক্ষকে নিয়ে আলোচনায় বসেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যু

দুর্গাপূজায় পূর্ণ নিরাপত্তা নিশ্চিত, গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০২:২৯:০১ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে এবং এ নিয়ে কোনো শঙ্কার কারণ নেই। তিনি বলেন, “পূজাকে কেন্দ্র করে প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্ট শক্তির সহযোগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপচেষ্টা চালাবে, তবে সরকার তা কঠোরভাবে দমন করবে।”

রোববার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দুর্গাপূজার সময় সারাদেশে নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীর ১ লাখ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া, পুলিশের ৭০ হাজার সদস্য, ৪৩০ প্লাটুন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মাঠে থাকবে। পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে স্বেচ্ছাসেবী দল নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি বলেন, “গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা হলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রতিরোধ করে জনগণের সামনে সঠিক বার্তা পৌঁছে দিতে হবে।”

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন। নির্বাচনকে সামনে রেখে সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।

বৈঠকে পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, খাগড়াছড়ির ঘটনার পরিপ্রেক্ষিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সব পক্ষকে নিয়ে আলোচনায় বসেছেন।