
তথ্য অধিকার আইন বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, “সরকার তথ্য অধিকার আইনকে কার্যকর করতে ব্যর্থ হয়েছে। এটি এই সরকারের অন্যতম বড় ব্যর্থতা।”
রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, “সরকারি তথ্য কোনো কর্মকর্তার ব্যক্তিগত সম্পত্তি নয়। এই তথ্য জনগণের, এবং তাদের জানার অধিকার রয়েছে। কিন্তু সরকার ও কর্মকর্তাদের মধ্যে এখনো গোপনীয়তার প্রবণতা প্রকটভাবে বিরাজমান।”
তিনি আরও বলেন, “নাগরিক সমাজের পক্ষ থেকে বিভিন্ন সময়ে সরকারের প্রতি সুপারিশ ও আহ্বান জানানো হলেও তথ্য কমিশনকে কার্যকর করার বা আইন সংস্কারের জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি।”
এ সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, “তথ্য অধিকার নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকেও এই আইনের আওতায় আনা জরুরি। নির্বাচন সামনে রেখে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, আয়-ব্যয়ের হিসাবসহ বিভিন্ন তথ্য জনসমক্ষে প্রকাশের প্রস্তাব দেওয়া হয়েছে।”
এর আগে, শনিবার (২৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতেও টিআইবি নির্বাহী পরিচালক বলেন, “রাষ্ট্র সংস্কারের নানা পদক্ষেপ নেওয়া হলেও তথ্য অধিকার আইন বাস্তবায়ন ও তথ্য কমিশনকে কার্যকর করার ক্ষেত্রে সরকারের কোনো দৃশ্যমান উদ্যোগ নেই। এই উদাসীনতা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”
তিনি অবিলম্বে একটি কার্যকর তথ্য কমিশন গঠনের দাবি জানান এবং সরকারের এই ব্যর্থতার তীব্র নিন্দা জানান।