ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

ফলাফল জালিয়াতি সন্দেহে চট্টগ্রাম মাধ্যমিকে দুদকের হঠাৎ অভিযান

ফলাফল জালিয়াতির অভিযোগে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে আকস্মিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় নগরীর মুরাদপুরে অবস্থিত বোর্ড কার্যালয়ে প্রবেশ করেন দুদকের একটি তদন্ত টিম।

অভিযানকালে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন দুদক কর্মকর্তারা। পাশাপাশি ফলাফল সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নথিপত্র খতিয়ে দেখা হয়।

দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক সুবেল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “ফলাফল জালিয়াতির অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রাথমিক তথ্য সংগ্রহ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।”

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শিক্ষাবোর্ডের কিছু ফলাফল উদ্দেশ্যমূলকভাবে বদলানো হয়েছে বলে অভিযোগ উঠে। এরই প্রেক্ষিতে দুদক মাঠে নামে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যু

ফলাফল জালিয়াতি সন্দেহে চট্টগ্রাম মাধ্যমিকে দুদকের হঠাৎ অভিযান

আপডেট সময় : ০৫:২২:০৫ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

ফলাফল জালিয়াতির অভিযোগে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে আকস্মিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় নগরীর মুরাদপুরে অবস্থিত বোর্ড কার্যালয়ে প্রবেশ করেন দুদকের একটি তদন্ত টিম।

অভিযানকালে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন দুদক কর্মকর্তারা। পাশাপাশি ফলাফল সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নথিপত্র খতিয়ে দেখা হয়।

দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক সুবেল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “ফলাফল জালিয়াতির অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রাথমিক তথ্য সংগ্রহ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।”

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শিক্ষাবোর্ডের কিছু ফলাফল উদ্দেশ্যমূলকভাবে বদলানো হয়েছে বলে অভিযোগ উঠে। এরই প্রেক্ষিতে দুদক মাঠে নামে।