ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

নয়াদিল্লির ৩০০ স্কুল ও বিমানবন্দরে একযোগে বোমা হামলার হুমকি, তল্লাশিতে মেলেনি কিছু

 

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর রাজধানীর শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও কয়েকটি বিমানবন্দরে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। রবিবার স্থানীয় সময় ভোর ৬টা ৮ মিনিটে ‘Terrorizers111’ পরিচয়ের একটি গ্রুপোনি একযোগে প্রায় ৩০০টির বেশি স্কুলের ইমেইলে হুমকি বার্তা পাঠায়। বার্তায় বলা হয়েছিলো স্কুল এবং বিমানবন্দর প্রশাসনের উদ্দেশে “আপনারা ২৪ ঘণ্টার মধ্যে প্রতিক্রিয়া না দেখালে রক্ত স্রোত দেখতে হবে; আপনারা পরীক্ষা করে দেখেন  বোমা রাখা হয়েছে।”

সকালেই দিল্লি পুলিশ, ফায়ার সার্ভিস ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিবিধ স্কুল ও প্রতিষ্ঠানে তল্লাশি চালায়। দ্বারকা এলাকার সিআরপিএফ পাবলিক স্কুল এবং কুতুব মিনারের সর্বোদয় বিদ্যালয়সহ কয়েকটি নামী শিক্ষা প্রতিষ্ঠানের ইনবক্সেও ওই হুমকি পৌঁছে। তল্লাশিতে সন্দেহজনক কোনো বস্তু পাওয়া যায়নি এবং দ্রুত হুমকিগুলোকে চিত্রিত করে তদন্ত করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্কুলে অনুরূপ হুমকি মেইল বার্তা আসার ঘটনা বাড়ছে  প্রায় এক সপ্তাহ আগে DPS দ্বারকা, কৃষ্ণা মডেল পাবলিক স্কুলসহ কয়েকটি স্কুলেও একই ধরনের মেইল পেয়েছিলা। তৎপরতায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আতঙ্ক দেখা দিলেও এ ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো বাস্তব বিস্ফোরক শনাক্ত হয়নি; প্রাথমিকভাবে ঘটনাগুলো হো্যাক বা কৌতুকপূর্ণ মেইল হিসেবে দেখা হচ্ছে এবং সাইবার তথা আইটি সূত্রে জাতীয় ও আন্তর্জাতিক সার্ভিসগুলো পরীক্ষা করা হচ্ছে।

নাম না প্রকাশ করার শর্তে দিল্লি পুলিশের মুখপাত্র বলেছেন, সমস্ত স্কুল-সংক্রান্ত বার্তাগুলো গুরুত্বসহকারে নেয়া হয়েছে; ছাত্র-ছাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। তদন্ত চলমান রয়েছে এবং যারা এই মেইলগুলো পাঠিয়েছে তাদের আইনিভাবে দায়িত্বে আনা হবে বলেও জানানো হয়েছে।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যু

নয়াদিল্লির ৩০০ স্কুল ও বিমানবন্দরে একযোগে বোমা হামলার হুমকি, তল্লাশিতে মেলেনি কিছু

আপডেট সময় : ১২:১৬:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

 

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর রাজধানীর শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও কয়েকটি বিমানবন্দরে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। রবিবার স্থানীয় সময় ভোর ৬টা ৮ মিনিটে ‘Terrorizers111’ পরিচয়ের একটি গ্রুপোনি একযোগে প্রায় ৩০০টির বেশি স্কুলের ইমেইলে হুমকি বার্তা পাঠায়। বার্তায় বলা হয়েছিলো স্কুল এবং বিমানবন্দর প্রশাসনের উদ্দেশে “আপনারা ২৪ ঘণ্টার মধ্যে প্রতিক্রিয়া না দেখালে রক্ত স্রোত দেখতে হবে; আপনারা পরীক্ষা করে দেখেন  বোমা রাখা হয়েছে।”

সকালেই দিল্লি পুলিশ, ফায়ার সার্ভিস ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিবিধ স্কুল ও প্রতিষ্ঠানে তল্লাশি চালায়। দ্বারকা এলাকার সিআরপিএফ পাবলিক স্কুল এবং কুতুব মিনারের সর্বোদয় বিদ্যালয়সহ কয়েকটি নামী শিক্ষা প্রতিষ্ঠানের ইনবক্সেও ওই হুমকি পৌঁছে। তল্লাশিতে সন্দেহজনক কোনো বস্তু পাওয়া যায়নি এবং দ্রুত হুমকিগুলোকে চিত্রিত করে তদন্ত করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্কুলে অনুরূপ হুমকি মেইল বার্তা আসার ঘটনা বাড়ছে  প্রায় এক সপ্তাহ আগে DPS দ্বারকা, কৃষ্ণা মডেল পাবলিক স্কুলসহ কয়েকটি স্কুলেও একই ধরনের মেইল পেয়েছিলা। তৎপরতায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আতঙ্ক দেখা দিলেও এ ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো বাস্তব বিস্ফোরক শনাক্ত হয়নি; প্রাথমিকভাবে ঘটনাগুলো হো্যাক বা কৌতুকপূর্ণ মেইল হিসেবে দেখা হচ্ছে এবং সাইবার তথা আইটি সূত্রে জাতীয় ও আন্তর্জাতিক সার্ভিসগুলো পরীক্ষা করা হচ্ছে।

নাম না প্রকাশ করার শর্তে দিল্লি পুলিশের মুখপাত্র বলেছেন, সমস্ত স্কুল-সংক্রান্ত বার্তাগুলো গুরুত্বসহকারে নেয়া হয়েছে; ছাত্র-ছাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। তদন্ত চলমান রয়েছে এবং যারা এই মেইলগুলো পাঠিয়েছে তাদের আইনিভাবে দায়িত্বে আনা হবে বলেও জানানো হয়েছে।