ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

আসিফ-সাকিব মুখোমুখি, পাল্টাপাল্টি পোস্টে উত্তপ্ত ফেসবুক

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে আলোচনায় এসেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং সাবেক এমপি সাকিব আল হাসান।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘শুভ জন্মদিন আপা’ ক্যাপশন দিয়ে ২০১৫ সালে গণভবনে শেখ হাসিনার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেন তিনি।

এই পোস্টের পরপরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের একটি ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে বিতর্কের সূত্রপাত হয়।

আসিফ তার স্ট্যাটাসে লেখেন—

“একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। কিন্তু, আমিই ঠিক ছিলাম। আলোচনা শেষ।”

অনেকে মনে করছেন, আসিফের এই মন্তব্যের ইঙ্গিত ছিল সাকিব আল হাসানের প্রতি।

পোস্টের প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যমে সাকিবের প্রতি বিরূপ মন্তব্যও দেখা যায়। পরে সাকিব নিজেও আরেকটি পোস্টে ক্ষোভ প্রকাশ করে লেখেন—

“যাক, শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেয়া হলো না, বাংলাদেশের হয়ে খেলতে পারলাম না! ফিরব হয়তো কোনো দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।”

✦ রাজনীতি ও ক্রিকেট—দু দিকেই ঝড়

গত বছরের জানুয়ারিতে সাকিব আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাগুরা থেকে নির্বাচিত হয়ে দ্বাদশ জাতীয় সংসদে এমপি হয়েছিলেন। তবে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সংসদ বাতিল হলে এমপি পদও হারান তিনি।

এরপর থেকে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। মাঝে ভারত ও পাকিস্তান সফরে দলের সঙ্গে থাকলেও সিরিজ শেষেই দেশ ছেড়ে চলে যান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

আসিফ-সাকিব মুখোমুখি, পাল্টাপাল্টি পোস্টে উত্তপ্ত ফেসবুক

আপডেট সময় : ১২:১৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে আলোচনায় এসেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং সাবেক এমপি সাকিব আল হাসান।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘শুভ জন্মদিন আপা’ ক্যাপশন দিয়ে ২০১৫ সালে গণভবনে শেখ হাসিনার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেন তিনি।

এই পোস্টের পরপরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের একটি ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে বিতর্কের সূত্রপাত হয়।

আসিফ তার স্ট্যাটাসে লেখেন—

“একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। কিন্তু, আমিই ঠিক ছিলাম। আলোচনা শেষ।”

অনেকে মনে করছেন, আসিফের এই মন্তব্যের ইঙ্গিত ছিল সাকিব আল হাসানের প্রতি।

পোস্টের প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যমে সাকিবের প্রতি বিরূপ মন্তব্যও দেখা যায়। পরে সাকিব নিজেও আরেকটি পোস্টে ক্ষোভ প্রকাশ করে লেখেন—

“যাক, শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেয়া হলো না, বাংলাদেশের হয়ে খেলতে পারলাম না! ফিরব হয়তো কোনো দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।”

✦ রাজনীতি ও ক্রিকেট—দু দিকেই ঝড়

গত বছরের জানুয়ারিতে সাকিব আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাগুরা থেকে নির্বাচিত হয়ে দ্বাদশ জাতীয় সংসদে এমপি হয়েছিলেন। তবে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সংসদ বাতিল হলে এমপি পদও হারান তিনি।

এরপর থেকে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। মাঝে ভারত ও পাকিস্তান সফরে দলের সঙ্গে থাকলেও সিরিজ শেষেই দেশ ছেড়ে চলে যান।