ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

‘রোহিঙ্গা খরচ নয়, বিনিয়োগ চাই রাখাইনে’ খলিলুর রহমান

মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হচ্ছে জানিয়ে বাংলাদেশ সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, এখনই রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য একটি সত্যিকারের রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার উপযুক্ত সময়।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আয়োজনে ‘বিশ্ব শরণার্থী ও রাজনৈতিক আশ্রয় ব্যবস্থা’ বিষয়ক এক উচ্চপর্যায়ের আলোচনায় তিনি এ মন্তব্য করেন। আলোচনার মূল আয়োজক ছিলেন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ। এতে বাংলাদেশ, পানামা, লাইবেরিয়া, কসোভোসহ বিভিন্ন দেশের প্রতিনিধি এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

রাখাইনে আরাকান আর্মির নিয়ন্ত্রণ, ফিরছে রোহিঙ্গারা

রাখাইনের পরিস্থিতি নিয়ে খলিলুর রহমান বলেন, “রাখাইনের ৮৫–৯০ শতাংশ এলাকা এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। আমাদের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। সম্প্রতি তারা আমাকে ছবি পাঠিয়েছে, যেখানে দেখা গেছে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত রোহিঙ্গারা শিবির ছেড়ে নিজ গ্রামে ফিরছে এবং আরাকান আর্মির সঙ্গে আলোচনায় বসেছে।” তিনি এ উন্নয়নকে স্বাগত জানিয়ে বলেন, এখন সময় এসেছে রাজনৈতিকভাবে এই সংকট সমাধানে এগিয়ে আসার।

 বাংলাদেশ শরণার্থী খরচ কমাতে চায়

বাংলাদেশের অভিজ্ঞতা তুলে ধরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন,,“১৯৭১ সালে আমরা নিজেরাও গণহত্যার শিকার হয়েছিলাম। এক কোটির বেশি মানুষ সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়েছিল। তবে যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়নি, দেশের পরিস্থিতি স্বাভাবিক হতেই সবাই ফিরে এসেছে।”

তিনি আরও বলেন, “আমরা চাই, আগামী তিন–চার বছরের মধ্যে রোহিঙ্গা শিবিরে থাকা মানুষের জন্য ব্যয় হওয়া অর্থ মিয়ানমারে ব্যয় হোক—তাদের পুনর্বাসন ও নতুন জীবন শুরুর জন্য। এই সংকটের রাজনৈতিক সমাধানে এখনই ঐক্যবদ্ধ হতে হবে।”

জাতিসংঘে আসছে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

খলিলুর রহমান জানান, আগামী সপ্তাহে জাতিসংঘে রোহিঙ্গা ইস্যুতে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বহু দেশ অংশ নেবে। “রোহিঙ্গারা এখনো ফিরে যাওয়ার অপেক্ষায় রয়েছে। তারা চায়, নিরাপদে ও সম্মানের সঙ্গে নিজের ঘরে ফিরতে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যু

‘রোহিঙ্গা খরচ নয়, বিনিয়োগ চাই রাখাইনে’ খলিলুর রহমান

আপডেট সময় : ১২:২৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হচ্ছে জানিয়ে বাংলাদেশ সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, এখনই রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য একটি সত্যিকারের রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার উপযুক্ত সময়।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আয়োজনে ‘বিশ্ব শরণার্থী ও রাজনৈতিক আশ্রয় ব্যবস্থা’ বিষয়ক এক উচ্চপর্যায়ের আলোচনায় তিনি এ মন্তব্য করেন। আলোচনার মূল আয়োজক ছিলেন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ। এতে বাংলাদেশ, পানামা, লাইবেরিয়া, কসোভোসহ বিভিন্ন দেশের প্রতিনিধি এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

রাখাইনে আরাকান আর্মির নিয়ন্ত্রণ, ফিরছে রোহিঙ্গারা

রাখাইনের পরিস্থিতি নিয়ে খলিলুর রহমান বলেন, “রাখাইনের ৮৫–৯০ শতাংশ এলাকা এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। আমাদের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। সম্প্রতি তারা আমাকে ছবি পাঠিয়েছে, যেখানে দেখা গেছে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত রোহিঙ্গারা শিবির ছেড়ে নিজ গ্রামে ফিরছে এবং আরাকান আর্মির সঙ্গে আলোচনায় বসেছে।” তিনি এ উন্নয়নকে স্বাগত জানিয়ে বলেন, এখন সময় এসেছে রাজনৈতিকভাবে এই সংকট সমাধানে এগিয়ে আসার।

 বাংলাদেশ শরণার্থী খরচ কমাতে চায়

বাংলাদেশের অভিজ্ঞতা তুলে ধরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন,,“১৯৭১ সালে আমরা নিজেরাও গণহত্যার শিকার হয়েছিলাম। এক কোটির বেশি মানুষ সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়েছিল। তবে যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়নি, দেশের পরিস্থিতি স্বাভাবিক হতেই সবাই ফিরে এসেছে।”

তিনি আরও বলেন, “আমরা চাই, আগামী তিন–চার বছরের মধ্যে রোহিঙ্গা শিবিরে থাকা মানুষের জন্য ব্যয় হওয়া অর্থ মিয়ানমারে ব্যয় হোক—তাদের পুনর্বাসন ও নতুন জীবন শুরুর জন্য। এই সংকটের রাজনৈতিক সমাধানে এখনই ঐক্যবদ্ধ হতে হবে।”

জাতিসংঘে আসছে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

খলিলুর রহমান জানান, আগামী সপ্তাহে জাতিসংঘে রোহিঙ্গা ইস্যুতে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বহু দেশ অংশ নেবে। “রোহিঙ্গারা এখনো ফিরে যাওয়ার অপেক্ষায় রয়েছে। তারা চায়, নিরাপদে ও সম্মানের সঙ্গে নিজের ঘরে ফিরতে।”