
জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার তৃতীয় দিনের সাক্ষ্য আজ
জুলাই গণহত্যার মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) তৃতীয় দিনের মতো সাক্ষ্য দেবেন মামলার প্রধান তদন্ত কর্মকর্তা মো. আলমগীর। তিনি এই মামলার ৫৪তম ও শেষ সাক্ষী।
এর আগে দ্বিতীয় দিনের শুনানিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘জুলাই আন্দোলনের’ সময়কার নৃশংসতার চিত্র তুলে ধরা হয়। এ সময় যমুনা টেলিভিশন, বিবিসি, ও আল জাজিরা-সহ বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় গণমাধ্যমে প্রচারিত চারটি ভিডিওচিত্র উপস্থাপন করা হয়।
সাক্ষ্যগ্রহণের পুরো কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়, যাতে দেখা যায় সরকারি হিসেব অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী ওই সময় ৩ লাখ ৫ হাজার রাউন্ড গুলি ছোড়ে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর জোহা জানান, আন্দোলন দমনে ফোনে অসংখ্য নির্দেশনা দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এসব কল রেকর্ড পরবর্তীতে মুছে ফেলা হয় বলে অভিযোগ করেন তিনি।
তানভীর জোহা আরও বলেন, কল রেকর্ডগুলো মুছে দেন এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান। একইভাবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং এক সাবেক পরিকল্পনা মন্ত্রীর কল রেকর্ডও মুছে ফেলা হয়েছে বলে দাবি করেন তিনি।
অন্যদিকে, একই মামলার ৯ম দিনের শুনানিতে আজ ট্রাইব্যুনাল-২-এ সাক্ষ্য দেবেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ।