
ক্রিকেট বিশ্বে এক অনন্য ইতিহাস গড়ে ফেলেছে নেপাল। প্রথমবারের মতো কোনো টেস্ট খেলুড়ে দল, অর্থাৎ আইসিসির পূর্ণ সদস্য দেশের বিপক্ষে সিরিজ জিতে ফেলল তারা তাও আবার বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে
শারজায় অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে রোহিত পাউডেলের নেতৃত্বাধীন নেপাল। প্রথম ম্যাচে ১৯ রানে জয়, আর দ্বিতীয় ম্যাচে রীতিমতো একপেশে ব্যবধানে ৯০ রানে উড়িয়ে দেয় ক্যারিবীয়দের!
ভাবা যায়? এক সময়ের দাপুটে দল ওয়েস্ট ইন্ডিজ, যারা বিশ্ব ক্রিকেটে কিংবদন্তি তৈরি করেছে, তারাই আজ নেপালের কাছে সিরিজ হেরে বসেছে! এমন জয় শুধু পরিসংখ্যান নয়, আত্মবিশ্বাসে ভরপুর এক নতুন নেপালের প্রতিচ্ছবি। ক্রিকেটবিশ্ব এখন বলছে “লক্ষ্য যদি ঠিক থাকে, প্রতিপক্ষ কোনো বিষয় না!”
নেপালের এই ঐতিহাসিক সাফল্য শুধু একটি সিরিজ জয়ের গল্প নয়; এটি তাদের স্বপ্নপূরণের পথে এক সাহসী পদক্ষেপ। সামনে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই মঞ্চে জায়গা করে নিতে মরিয়া রোহিত পাউডেলের দল। এই পারফরম্যান্স যেন আগাম এক বার্তা নেপাল এখন কাউকে ভয় পায় না!
এতদিন বাংলাদেশের মতো দলগুলো উদীয়মান দলদের নিয়ে নিশ্চিন্ত থাকলেও, এখন তাদেরও ভাবনায় ফেলছে নেপাল। হিমালয় থেকে ভেসে আসছে এক নতুন প্রতিদ্বন্দ্বীর ‘আশঙ্কার বার্তা’।
ক্রিকেট বিশ্বের চোখ এখন হিমালয়ের এই রূপকথার দিকে।