ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের অবদান নেই বললেন অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ জানিয়েছেন, নিত্যপণ্যের দাম কাঙ্ক্ষিত পর্যায়ে নামছে না কারণ ব্যবসায়ীরা বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তিনি বলেন, ‘ব্যবসায়ীদের বাধার কারণেই বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে আসতে দেরি হচ্ছে।’মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকের পর এ মন্তব্য করেন তিনি।

ড. সালেহউদ্দিন বলেন, ‘সরকার চাল আমদানির অনুমোদন দিয়েছে যাতে বাজারে সরবরাহ সংকট না সৃষ্টি হয়। এর আওতায় থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে চাল আমদানির ব্যবস্থা করা হবে।’

তিনি জানান, ‘চালের দাম সাম্প্রতিক সময়ে কমেছে, তবে সবজির দাম মূলত মৌসুমের ওপর নির্ভরশীল। বাজার ব্যবস্থাপনায় এখনও সারা জাগানো সাফল্য আসেনি।’

অর্থ পাচার সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘অর্থ পাচারকারীরা তাদের সব চালাকিপনা ব্যবহার করে। পাচার করা অর্থ ফিরিয়ে আনতে কিছু সময় প্রয়োজন। বর্তমানে অনেক লিগ্যাল ফার্মের সঙ্গে আলোচনা চলছে।’

ড. সালেহউদ্দিন জানান, ‘ফেব্রুয়ারির মধ্যে কিছু অর্থ ফিরিয়ে আনা সম্ভব হতে পারে। বাকিটা ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তী সরকার প্রক্রিয়া প্রণয়ন করছে, যা নতুন সরকারও অব্যাহত রাখবে। আন্তর্জাতিক প্রাকটিস অনুসারে এটা বাধ্যতামূলক।’

তিনি আরও জানান, ‘শীঘ্রই পর্যালোচনা করে জানানো হবে কতটুকু অর্থ ফেরত আনা যাবে। ইতোমধ্যে অনেকের সম্পত্তি জব্দ করা হয়েছে এবং বিভিন্ন দেশের অ্যাকাউন্ট ও পাসপোর্টের তথ্যও সংগ্রহ করা হয়েছে। তবে বাকিটা করতে কিছু সময় লাগবে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যু

বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের অবদান নেই বললেন অর্থ উপদেষ্টা

আপডেট সময় : ০৩:৩৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ জানিয়েছেন, নিত্যপণ্যের দাম কাঙ্ক্ষিত পর্যায়ে নামছে না কারণ ব্যবসায়ীরা বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তিনি বলেন, ‘ব্যবসায়ীদের বাধার কারণেই বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে আসতে দেরি হচ্ছে।’মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকের পর এ মন্তব্য করেন তিনি।

ড. সালেহউদ্দিন বলেন, ‘সরকার চাল আমদানির অনুমোদন দিয়েছে যাতে বাজারে সরবরাহ সংকট না সৃষ্টি হয়। এর আওতায় থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে চাল আমদানির ব্যবস্থা করা হবে।’

তিনি জানান, ‘চালের দাম সাম্প্রতিক সময়ে কমেছে, তবে সবজির দাম মূলত মৌসুমের ওপর নির্ভরশীল। বাজার ব্যবস্থাপনায় এখনও সারা জাগানো সাফল্য আসেনি।’

অর্থ পাচার সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘অর্থ পাচারকারীরা তাদের সব চালাকিপনা ব্যবহার করে। পাচার করা অর্থ ফিরিয়ে আনতে কিছু সময় প্রয়োজন। বর্তমানে অনেক লিগ্যাল ফার্মের সঙ্গে আলোচনা চলছে।’

ড. সালেহউদ্দিন জানান, ‘ফেব্রুয়ারির মধ্যে কিছু অর্থ ফিরিয়ে আনা সম্ভব হতে পারে। বাকিটা ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তী সরকার প্রক্রিয়া প্রণয়ন করছে, যা নতুন সরকারও অব্যাহত রাখবে। আন্তর্জাতিক প্রাকটিস অনুসারে এটা বাধ্যতামূলক।’

তিনি আরও জানান, ‘শীঘ্রই পর্যালোচনা করে জানানো হবে কতটুকু অর্থ ফেরত আনা যাবে। ইতোমধ্যে অনেকের সম্পত্তি জব্দ করা হয়েছে এবং বিভিন্ন দেশের অ্যাকাউন্ট ও পাসপোর্টের তথ্যও সংগ্রহ করা হয়েছে। তবে বাকিটা করতে কিছু সময় লাগবে।’