ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং হালনাগাদ রিশাদ ২০তম, সাইফ ৩৬তম

‍ছবি : সংগৃহীত

আসন্ন আফগানিস্তান সিরিজের আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে দারুণ খবর পেলেন বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার। সদ্য শেষ হওয়া এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে বুধবার (১ অক্টোবর) প্রকাশিত নতুন টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে সাইফ হাসান ও রিশাদ হোসেনের।

টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে সাইফ হাসান ৪৫ ধাপ এগিয়ে এখন ৩৬তম স্থানে, তার রেটিং পয়েন্ট ৫৫৫। আগের সপ্তাহেও তিনি লাফ দিয়েছিলেন ১৩৩ ধাপ। অন্যদিকে, লেগস্পিনার রিশাদ হোসেন ৬ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ২০তম স্থানে পৌঁছেছেন, তার রেটিং পয়েন্ট ৬১৮। পেসার তাসকিন আহমেদ এক ধাপ এগিয়ে ৩০তম স্থানে উঠেছেন।

তবে র‌্যাঙ্কিংয়ে পিছিয়েছেন লিটন দাস ও মুস্তাফিজুর রহমান। ইনজুরির কারণে এশিয়া কাপের শেষ দুটি ম্যাচ না খেলায় লিটন তিন ধাপ পিছিয়ে এখন ৪৩তম। মুস্তাফিজ দু’ধাপ পিছিয়ে বোলারদের তালিকায় এখন ১১তম অবস্থানে।

এদিকে, ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে নতুন শীর্ষে ভারতের অভিষেক শর্মা। শ্রীলঙ্কার বিপক্ষে সেমিফাইনালে দুর্দান্ত হাফ-সেঞ্চুরির সুবাদে তার রেটিং দাঁড়ায় ৯৩১ । যা টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ। আগে এই রেকর্ড ছিল ইংল্যান্ডের ডেভিড মালানের (৯১৯)।

বোলারদের তালিকায় ভারতের বরুণ চক্রবর্তী রয়েছেন শীর্ষে। কুলদীপ যাদব ৯ ধাপ এগিয়ে এখন ১২তম। পাকিস্তানের শাহীন আফ্রিদি ১২ ধাপ এগিয়ে যৌথভাবে ১৩তম স্থানে আছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যু

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং হালনাগাদ রিশাদ ২০তম, সাইফ ৩৬তম

আপডেট সময় : ০৫:১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫

আসন্ন আফগানিস্তান সিরিজের আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে দারুণ খবর পেলেন বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার। সদ্য শেষ হওয়া এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে বুধবার (১ অক্টোবর) প্রকাশিত নতুন টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে সাইফ হাসান ও রিশাদ হোসেনের।

টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে সাইফ হাসান ৪৫ ধাপ এগিয়ে এখন ৩৬তম স্থানে, তার রেটিং পয়েন্ট ৫৫৫। আগের সপ্তাহেও তিনি লাফ দিয়েছিলেন ১৩৩ ধাপ। অন্যদিকে, লেগস্পিনার রিশাদ হোসেন ৬ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ২০তম স্থানে পৌঁছেছেন, তার রেটিং পয়েন্ট ৬১৮। পেসার তাসকিন আহমেদ এক ধাপ এগিয়ে ৩০তম স্থানে উঠেছেন।

তবে র‌্যাঙ্কিংয়ে পিছিয়েছেন লিটন দাস ও মুস্তাফিজুর রহমান। ইনজুরির কারণে এশিয়া কাপের শেষ দুটি ম্যাচ না খেলায় লিটন তিন ধাপ পিছিয়ে এখন ৪৩তম। মুস্তাফিজ দু’ধাপ পিছিয়ে বোলারদের তালিকায় এখন ১১তম অবস্থানে।

এদিকে, ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে নতুন শীর্ষে ভারতের অভিষেক শর্মা। শ্রীলঙ্কার বিপক্ষে সেমিফাইনালে দুর্দান্ত হাফ-সেঞ্চুরির সুবাদে তার রেটিং দাঁড়ায় ৯৩১ । যা টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ। আগে এই রেকর্ড ছিল ইংল্যান্ডের ডেভিড মালানের (৯১৯)।

বোলারদের তালিকায় ভারতের বরুণ চক্রবর্তী রয়েছেন শীর্ষে। কুলদীপ যাদব ৯ ধাপ এগিয়ে এখন ১২তম। পাকিস্তানের শাহীন আফ্রিদি ১২ ধাপ এগিয়ে যৌথভাবে ১৩তম স্থানে আছেন।