ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

অতিরিক্ত কর্মঘণ্টার প্রস্তাবে উত্তাল গ্রিস, সারা দেশে ধর্মঘট

ছবি : সংগৃহিত

শ্রম আইন সংশোধনের সরকারি পরিকল্পনার বিরুদ্ধে গ্রিসে দেশব্যাপী ২৪ ঘণ্টার ধর্মঘট চলছে। এর প্রভাবে গণপরিবহন থেকে শুরু করে নানা সরকারি পরিষেবা অচল হয়ে পড়েছে। বুধবার (১ অক্টোবর) ধর্মঘটের সময় রাজধানী অ্যাথেন্সে ট্যাক্সি, ট্রেন, বাস, পাতাল রেল, ট্রাম ও ট্রলোসহ সব ধরনের গণপরিবহন বন্ধ ছিল। এমনকি বন্দরে ফেরি চলাচলও স্থগিত ছিল।

সরকারি কর্মচারী ও বেসরকারি খাতের কর্মীদের বিভিন্ন সংগঠনের ডাকা এ কর্মবিরতিতে স্কুল, আদালত, সরকারি হাসপাতাল ও পৌরসভার মতো সেবাখাতও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
সরকার নতুন আইনে প্রতি সপ্তাহে কর্মঘণ্টা ৪৮ ঘণ্টা পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করেছে। পাশাপাশি বছরে সর্বোচ্চ ১৫০ ঘণ্টা ওভারটাইম অনুমোদন থাকবে।

গ্রিসের প্রধান শ্রমিক সংগঠন জেনারেল কনফেডারেশন অফ গ্রীক ওয়ার্কার্স (GSEE) এ সিদ্ধান্তের কড়া সমালোচনা করে বলেছে, “আমরা ১৩ ঘণ্টার শিফটকে না বলি। ক্লান্তি উন্নয়ন নয়, মানুষেরও সহ্যের সীমা আছে।” তাদের দাবি, এ আইন শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলবে এবং কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য নষ্ট করবে। সংগঠনটি সাপ্তাহিক সাড়ে ৩৭ ঘণ্টার কর্মঘণ্টাকে যথাযথ বলে উল্লেখ করেছে।

অন্যদিকে, রক্ষণশীল সরকার যুক্তি দিচ্ছে, প্রস্তাবিত সংস্কার শ্রমবাজারে নমনীয়তা আনবে এবং যারা বাড়তি কাজ করতে চান, তাদের জন্য বেশি আয়ের সুযোগ তৈরি করবে। ওভারটাইম করলে শ্রমিকরা ৪০ শতাংশ বাড়তি পারিশ্রমিকও পাবেন বলে সরকারের দাবি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যু

অতিরিক্ত কর্মঘণ্টার প্রস্তাবে উত্তাল গ্রিস, সারা দেশে ধর্মঘট

আপডেট সময় : ০৬:৫৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫

শ্রম আইন সংশোধনের সরকারি পরিকল্পনার বিরুদ্ধে গ্রিসে দেশব্যাপী ২৪ ঘণ্টার ধর্মঘট চলছে। এর প্রভাবে গণপরিবহন থেকে শুরু করে নানা সরকারি পরিষেবা অচল হয়ে পড়েছে। বুধবার (১ অক্টোবর) ধর্মঘটের সময় রাজধানী অ্যাথেন্সে ট্যাক্সি, ট্রেন, বাস, পাতাল রেল, ট্রাম ও ট্রলোসহ সব ধরনের গণপরিবহন বন্ধ ছিল। এমনকি বন্দরে ফেরি চলাচলও স্থগিত ছিল।

সরকারি কর্মচারী ও বেসরকারি খাতের কর্মীদের বিভিন্ন সংগঠনের ডাকা এ কর্মবিরতিতে স্কুল, আদালত, সরকারি হাসপাতাল ও পৌরসভার মতো সেবাখাতও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
সরকার নতুন আইনে প্রতি সপ্তাহে কর্মঘণ্টা ৪৮ ঘণ্টা পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করেছে। পাশাপাশি বছরে সর্বোচ্চ ১৫০ ঘণ্টা ওভারটাইম অনুমোদন থাকবে।

গ্রিসের প্রধান শ্রমিক সংগঠন জেনারেল কনফেডারেশন অফ গ্রীক ওয়ার্কার্স (GSEE) এ সিদ্ধান্তের কড়া সমালোচনা করে বলেছে, “আমরা ১৩ ঘণ্টার শিফটকে না বলি। ক্লান্তি উন্নয়ন নয়, মানুষেরও সহ্যের সীমা আছে।” তাদের দাবি, এ আইন শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলবে এবং কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য নষ্ট করবে। সংগঠনটি সাপ্তাহিক সাড়ে ৩৭ ঘণ্টার কর্মঘণ্টাকে যথাযথ বলে উল্লেখ করেছে।

অন্যদিকে, রক্ষণশীল সরকার যুক্তি দিচ্ছে, প্রস্তাবিত সংস্কার শ্রমবাজারে নমনীয়তা আনবে এবং যারা বাড়তি কাজ করতে চান, তাদের জন্য বেশি আয়ের সুযোগ তৈরি করবে। ওভারটাইম করলে শ্রমিকরা ৪০ শতাংশ বাড়তি পারিশ্রমিকও পাবেন বলে সরকারের দাবি।