ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

আদালত থেকে পালানো শরিফুল ৩ মাস পর গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় নেওয়ার সময় পুলিশের উপর হামলা চালিয়ে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি শরিফুল ইসলামকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ পুলিশের আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন।

গ্রেপ্তারকৃত শরিফুল ইসলাম (২২) দিনাজপুরের নবাবগঞ্জ থানার হরিপুর গ্রামের মৃত শফিক আহম্মেদের ছেলে। তিনি রাজধানীর খিলগাঁও থানার জিসান হোসেন (১৪) হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

পুলিশ জানায়, বুধবার ভোরে ফেনী রেলস্টেশন এলাকা থেকে শরিফুলকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ১৯ জুন ঢাকার ৩য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাজতখানায় নেওয়ার সময় শরিফুল পুলিশকে মারধর করে হাতকড়া খুলে পালিয়ে যান। ওইদিনই হাজতখানার ইনচার্জ মো. রিপন মোল্লা রাজধানীর কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে পালানোর ঘটনায় একটি মামলা দায়ের করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

আদালত থেকে পালানো শরিফুল ৩ মাস পর গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৩৭:৫০ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় নেওয়ার সময় পুলিশের উপর হামলা চালিয়ে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি শরিফুল ইসলামকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ পুলিশের আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন।

গ্রেপ্তারকৃত শরিফুল ইসলাম (২২) দিনাজপুরের নবাবগঞ্জ থানার হরিপুর গ্রামের মৃত শফিক আহম্মেদের ছেলে। তিনি রাজধানীর খিলগাঁও থানার জিসান হোসেন (১৪) হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

পুলিশ জানায়, বুধবার ভোরে ফেনী রেলস্টেশন এলাকা থেকে শরিফুলকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ১৯ জুন ঢাকার ৩য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাজতখানায় নেওয়ার সময় শরিফুল পুলিশকে মারধর করে হাতকড়া খুলে পালিয়ে যান। ওইদিনই হাজতখানার ইনচার্জ মো. রিপন মোল্লা রাজধানীর কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে পালানোর ঘটনায় একটি মামলা দায়ের করেন।