ঢাকা ০৯:১১ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

নারী ওয়ানডেতে পাকিস্তান-বাংলাদেশ ম্যাচে বিতর্কিত মন্তব্য, সানা মীরের ব্যাখ্যা

নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান ও বাংলাদেশের ম্যাচে ধারাভাষ্য দিতে গিয়ে বড় বিতর্কের মুখে পড়েছেন পাকিস্তান নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সানা মীর। তিনি পাক ব্যাটসম্যান নাতালিয়া পারভেজকে পরিচয় করাতে গিয়ে বলেন, ‘নাতালিয়া আজাদ কাশ্মীর থেকে উঠে এসেছে এবং লাহোরে ক্রিকেট খেলেছে।’ এই মন্তব্য সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার ঝড় তোলে এবং বিষয়টি রাজনৈতিক রং ধারণ করে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। তবে এই বিতর্কের গাম্ভীর্য বুঝতে পেরে সানা মীর নিজেই সামাজিক মাধ্যমে বিস্তারিত পোস্টে অবস্থান ব্যাখ্যা করেন। তিনি লেখেন, ‘খেলার মানুষজনকে অহেতুক চাপের মধ্যে ফেলা দুঃখজনক। আমি শুধু ওই ক্রিকেটারের সংগ্রাম ও অবিশ্বাস্য যাত্রাকে তুলে ধরার চেষ্টা করছিলাম। ধারাভাষ্যকার হিসেবে খেলোয়াড়দের পেছনের গল্প বলা আমাদের দায়িত্ব। আমার কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না এবং কারো প্রতি আমার কোনো শত্রুতা নেই।’

সানা মীর আরও বলেন, ‘আমি অন্য দুই ক্রিকেটারের ক্ষেত্রেও একইভাবে তাদের অঞ্চল ও সংগ্রামের গল্প বলেছি। আমার বক্তব্যকে রাজনৈতিকভাবে নয়, খেলোয়াড়দের অনুপ্রেরণার গল্প হিসেবে দেখার অনুরোধ জানাচ্ছি।’ তিনি নাতালিয়া পারভেজের তথ্য তার প্রোফাইল থেকে নিয়েছেন এবং তার ধারাভাষ্যের জন্য গবেষণাও করেছেন।

তবুও এই মন্তব্যের কারণে বিতর্ক থামছে না এবং সামাজিক মাধ্যমে সমালোচনার পাশাপাশি বিতর্ক জোরালো হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যু

নারী ওয়ানডেতে পাকিস্তান-বাংলাদেশ ম্যাচে বিতর্কিত মন্তব্য, সানা মীরের ব্যাখ্যা

আপডেট সময় : ০৫:০৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান ও বাংলাদেশের ম্যাচে ধারাভাষ্য দিতে গিয়ে বড় বিতর্কের মুখে পড়েছেন পাকিস্তান নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সানা মীর। তিনি পাক ব্যাটসম্যান নাতালিয়া পারভেজকে পরিচয় করাতে গিয়ে বলেন, ‘নাতালিয়া আজাদ কাশ্মীর থেকে উঠে এসেছে এবং লাহোরে ক্রিকেট খেলেছে।’ এই মন্তব্য সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার ঝড় তোলে এবং বিষয়টি রাজনৈতিক রং ধারণ করে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। তবে এই বিতর্কের গাম্ভীর্য বুঝতে পেরে সানা মীর নিজেই সামাজিক মাধ্যমে বিস্তারিত পোস্টে অবস্থান ব্যাখ্যা করেন। তিনি লেখেন, ‘খেলার মানুষজনকে অহেতুক চাপের মধ্যে ফেলা দুঃখজনক। আমি শুধু ওই ক্রিকেটারের সংগ্রাম ও অবিশ্বাস্য যাত্রাকে তুলে ধরার চেষ্টা করছিলাম। ধারাভাষ্যকার হিসেবে খেলোয়াড়দের পেছনের গল্প বলা আমাদের দায়িত্ব। আমার কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না এবং কারো প্রতি আমার কোনো শত্রুতা নেই।’

সানা মীর আরও বলেন, ‘আমি অন্য দুই ক্রিকেটারের ক্ষেত্রেও একইভাবে তাদের অঞ্চল ও সংগ্রামের গল্প বলেছি। আমার বক্তব্যকে রাজনৈতিকভাবে নয়, খেলোয়াড়দের অনুপ্রেরণার গল্প হিসেবে দেখার অনুরোধ জানাচ্ছি।’ তিনি নাতালিয়া পারভেজের তথ্য তার প্রোফাইল থেকে নিয়েছেন এবং তার ধারাভাষ্যের জন্য গবেষণাও করেছেন।

তবুও এই মন্তব্যের কারণে বিতর্ক থামছে না এবং সামাজিক মাধ্যমে সমালোচনার পাশাপাশি বিতর্ক জোরালো হচ্ছে।