
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আজ (শুক্রবার) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল। প্রথম ম্যাচে ৪ উইকেটের জয়ের পর এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের লক্ষ্যে খেলতে নামছে বাংলাদেশ।
টসের পর বাংলাদেশ অধিনায়ক জাকের আলী জানান, “আমরা প্রথমে বোলিং করব। গতকাল আমরা দারুণভাবে শুরু করেছিলাম, কৌশলও ছিল যথাযথ। ভালোভাবে বিশ্রাম নিয়েছি, আজকের ম্যাচের জন্য আমরা প্রস্তুত ও আগ্রহী।”
তিনি আরও জানান, আজকের একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। তবে পরিবর্তন কী, তা তিনি তখনই বিস্তারিত জানাননি।
উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচে জয় পাওয়ায় আজকের ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের।