ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

হ্যাকারদের কবল থেকে নিয়ন্ত্রণ ফিরে পেল ইসলামী ব্যাংক

হ্যাকড হওয়ার ১২ ঘণ্টা পর নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। শুক্রবার (৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে পেজ পুনরুদ্ধার সম্ভব হয়েছে বলে জানিয়েছে ব্যাংকের জনসংযোগ বিভাগ। বিভাগের প্রধান নজরুল ইসলাম জানান, ভোরে পেজ হ্যাক হওয়ার পর থেকে সারাদিন ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হয় এবং অবশেষে বিকেলে নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে পেজ স্বাভাবিকভাবে ব্যবহার করা যাচ্ছে।

এর আগে ভোরে ‘এমএস ৪৭০ এক্স’ নামের হ্যাকার গ্রুপ পেজটির প্রোফাইল ও কভার ছবি পরিবর্তন করে নিজেদের লোগো যুক্ত করে। তারা এক পোস্টে দাবি করে, ইসলামী ব্যাংকের ‘অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে’ এ পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহালের দাবিও জানানো হয়। তবে কিছুক্ষণের মধ্যেই পোস্টটি মুছে ফেলা হয়।
ব্যাংকের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, সম্প্রতি বড় পরিসরে ছাঁটাই কার্যক্রম শুরু করেছে ইসলামী ব্যাংক। এ পর্যন্ত চার শতাধিক কর্মকর্তা বরখাস্ত হয়েছেন, অনেকে স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন এবং প্রায় পাঁচ হাজার কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। একই সময়ে ব্যাংক নতুন নিয়োগ বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে।

এমন প্রেক্ষাপটে ব্যাংকের ভেরিফায়েড পেজ হ্যাকড হওয়াকে তাৎপর্যপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, ঘটনাটি ব্যাংকের তথ্যপ্রযুক্তি নিরাপত্তা এবং জনআস্থার ওপর নতুন প্রশ্ন তুলেছে। তবে ব্যাংক কর্তৃপক্ষের দাবি, পেজটি এখন সম্পূর্ণ নিরাপদ এবং স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

হ্যাকারদের কবল থেকে নিয়ন্ত্রণ ফিরে পেল ইসলামী ব্যাংক

আপডেট সময় : ০৮:৩১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

হ্যাকড হওয়ার ১২ ঘণ্টা পর নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। শুক্রবার (৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে পেজ পুনরুদ্ধার সম্ভব হয়েছে বলে জানিয়েছে ব্যাংকের জনসংযোগ বিভাগ। বিভাগের প্রধান নজরুল ইসলাম জানান, ভোরে পেজ হ্যাক হওয়ার পর থেকে সারাদিন ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হয় এবং অবশেষে বিকেলে নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে পেজ স্বাভাবিকভাবে ব্যবহার করা যাচ্ছে।

এর আগে ভোরে ‘এমএস ৪৭০ এক্স’ নামের হ্যাকার গ্রুপ পেজটির প্রোফাইল ও কভার ছবি পরিবর্তন করে নিজেদের লোগো যুক্ত করে। তারা এক পোস্টে দাবি করে, ইসলামী ব্যাংকের ‘অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে’ এ পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহালের দাবিও জানানো হয়। তবে কিছুক্ষণের মধ্যেই পোস্টটি মুছে ফেলা হয়।
ব্যাংকের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, সম্প্রতি বড় পরিসরে ছাঁটাই কার্যক্রম শুরু করেছে ইসলামী ব্যাংক। এ পর্যন্ত চার শতাধিক কর্মকর্তা বরখাস্ত হয়েছেন, অনেকে স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন এবং প্রায় পাঁচ হাজার কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। একই সময়ে ব্যাংক নতুন নিয়োগ বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে।

এমন প্রেক্ষাপটে ব্যাংকের ভেরিফায়েড পেজ হ্যাকড হওয়াকে তাৎপর্যপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, ঘটনাটি ব্যাংকের তথ্যপ্রযুক্তি নিরাপত্তা এবং জনআস্থার ওপর নতুন প্রশ্ন তুলেছে। তবে ব্যাংক কর্তৃপক্ষের দাবি, পেজটি এখন সম্পূর্ণ নিরাপদ এবং স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।