
ফিলিস্তিনের গাজামুখী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র সর্বশেষ জাহাজটিও ইসরায়েলি কমান্ডোদের হাতে আটক হয়েছে। পোল্যান্ডের পতাকাবাহী ওই জাহাজে ছয়জন আরোহী ছিলেন।
তবে এখানেই শেষ নয়। ইসরায়েলি অবরোধ চ্যালেঞ্জ করে নতুন করে নয়টি জাহাজ মিসরের মার্সা মাতরূহ উপকূলে পৌঁছেছে এবং গাজার উদ্দেশে যাত্রা অব্যাহত রেখেছে বলে শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে সংগঠনটি। সংস্থার পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়েছে, “সারাবিশ্বে এই আন্দোলন চলতে হবে… প্রতিটি বন্দর, প্রতিটি রাস্তা, প্রতিটি চত্বর। আমরা থামব না।”
এর আগে বৃহস্পতিবার ফ্রিডম ফ্লোটিলা কোঅলিশন (এফএফসি) জানায়, আরও ১১টি জাহাজ গাজা অভিমুখে রয়েছে। প্রায় ১০০ জন মানবাধিকার কর্মী ওই বহরে যুক্ত আছেন।
এফএফসি, ২০০৮ সালে প্রতিষ্ঠিত, দীর্ঘদিন ধরে গাজার প্রতি মানবিক সহায়তা পৌঁছে দেওয়া ও আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণের জন্য অভিযান পরিচালনা করে আসছে।
নতুন বহরটি যাত্রা শুরু করল মাত্র দুই দিন পর, যখন ইসরায়েলি নৌবাহিনী ৪০টির বেশি জাহাজ জব্দ করে এবং ৪৫০ জনেরও বেশি কর্মীকে আটক করে।
প্রায় ২৪ লাখ মানুষের বসবাস গাজায়। ইসরায়েল ১৮ বছর ধরে অঞ্চলটিতে অবরোধ চালিয়ে আসছে, যা সাম্প্রতিক সময়ে আরও কঠোর হয়েছে। খাদ্য ও ওষুধের সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর মতে, অঞ্চলটি দ্রুত অবাসযোগ্য হয়ে উঠছে।
অক্টোবর ২০২৩ থেকে চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।