
আর্জেন্টিনার প্রীতি ম্যাচ স্কোয়াডে তিন নতুন মুখ, ফিরেছেন মেসি ও এনজো
আসন্ন ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ২৮ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। দলে রয়েছে বেশ কয়েকটি চমক, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য—প্রথমবারের মতো সুযোগ পাওয়া তিন নতুন ফুটবলার।
চোট কাটিয়ে ফিট হয়ে উঠেছেন লিওনেল মেসি। সবশেষ ম্যাচে না খেললেও এবার ফিরেছেন স্কোয়াডে। তার সঙ্গে দলে ফিরেছেন নিষেধাজ্ঞা কাটানো মিডফিল্ডার এনজো ফার্নান্দেসও।
তবে সবচেয়ে বড় চমক কোচ লিওনেল স্কালোনির। আর্জেন্টিনার মূল দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন মিডফিল্ডার আনিবাল মরেনো, ডিফেন্ডার লাউতারো রিভেরো এবং গোলরক্ষক ফাকুন্দো।
এছাড়া দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন ডিফেন্ডার মার্কোস সেনেসি। ২৮ বছর বয়সী এই ফুটবলার সবশেষ আর্জেন্টিনার জার্সি গায়ে চাপিয়েছিলেন ২০২২ সালে।